খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র পরিবারকে না জানিয়ে তার নামে কোনো স্মৃতি পরিষদ, ফাউন্ডেশন কিংবা অন্য কোনো সংগঠন তৈরি করতে নিষেধ করেছেন তার মা নীলা চৌধুরী। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নীলা চৌধুরী বলেন, ‘আমার অনুমতি ছাড়া অর্থাৎ সালমানের পরিবারের অনুমতি ছাড়া কেউ তাকে নিয়ে কোনো পরিষদ, ফাউন্ডেশন গড়ে তুলতে পারবেন না। এটা দণ্ডণীয় অপরাধ।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘কে বা কারা আমার ছেলের নামে সালমান শাহ স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন গড়ে তুলেছে। আমি তাদের অনুমতি দেইনি।’ সালমান শাহ স্মৃতি ট্রাস্ট ফাউন্ডেশন যারা করেছে তাদের শিগগিরই তার সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন নীলা চৌধুরী। এই সময় নীলা চৌধুরী জানান, ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’ ও ‘সালমান শাহ স্মৃতি সংষদ’ ছাড়া আপাতত এই নায়ককে নিয়ে কোনো সংগঠন নেই। সালমানের পরিবারের অনুমতি ছাড়া কেউ সালমান শাহর নামে কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সবাইকে সাবধান করে দেন।