Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
5ভালবাসার মানুষকে সারপ্রাইজ দিতে কত কিছুই না করেন সবাই। আর প্রেমিকের নাম যদি হয় বিরাট কোহলি, তাহলে তো সারপ্রাইজ দেওয়ার নিত্যনতুন উপায় তৈরি হবেই। এর আগেও নানা ভাবে প্রেমিকা আনুশকা শর্মাকে সারপ্রাইজ দিয়েছেন তিনি। তবে এ বারে বিরাটের সারপ্রাইজ ছিল একেবারে আলাদা। তা কেমন সেই সারপ্রাইজ? করণ জোহরের আগামী ছবির শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে ব্যস্ত রয়েছেন আনুশকা। সেখানেই তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল বিরাটের। কিন্তু, যে দিন যাওয়ার কথা ছিল বিরাট তার এক দিন আগেই পৌঁছে গিয়েছিলেন। বিরাটের আসার খবর কিন্তু জানা ছিল না আনুশকার। তাকে চমকে দিতে নায়িকার অনুরাগীদের ভিড়ে মিশে ছিলেন বিরাট। নায়িকার ছবি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে অপেক্ষাও করছিলেন, কখন আনুশকা এসে তাদের সঙ্গে সেলফি তুলবেন সেই আশায়। বিরাটের এই নতুন সারপ্রাইজে যথেষ্টই চমকে গিয়েছেন আনুশকা। অনুরাগীদের ভিড়ে মিশে থাকায় প্রথমে প্রেমিককে চিনতেও পারেননি তিনি। তবে বিরাট সামনে এগিয়ে আসার পর যারপরনাই বিস্মিত তিনি নিজের খুশি গোপন করেননি। বিরাটের ফিল্মি সারপ্রাইজে যেন নতুন করে তার প্রেমে পড়লেন আনুশকা।