Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
13সম্পর্ক ভেঙে গিয়েছে। এবার নিলাম উঠবে সেই সম্পর্কের স্মৃতি চিহ্নও! সাবেক স্বামী রিক সলোমনের কাছ থেকে পাওয়া এনগেজমেন্ট রিং নিলাম করবেন মডেল পামেলা আন্ডারসন। তবে সেটি নিজের চ্যারিটি সংস্থার জন্য। ‘আশা করি, এই বিশেষ আংটি কারো মুখে হাসি ফোটাতে পারবে। আর এতে যে টাকা পাওয়া যাবে, সেটিকে সঠিক কাজেই লাগাব আমি’ বলেছেন পামেলা। ২০০৭ সালে সলোমনকে প্রথমবার বিয়ে করেন ৪৮ বছর বয়সী পামেলা। কিছুদিন পর সে বিয়ে ভেঙেও যায়। ২০১৪ সালের জানুয়ারিতে কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী পামেলা জানান, তারা ফের বিয়ে করেছেন। কিন্তু দ্বিতীয়বারেও বিয়ে টেকেনি। সে সময় নাকি খুব ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। এবার বোধ হয় পিছুটান মুছে ফেলতে চাইছেন এনগেজমেন্ট রিং নিলামে তুলে।