খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
সনেমার জগতে এখন একে একে এন্ট্রি ঘটছে স্টার কিডদের। সেই তালিকায় এবার নতুন সংযোজন কি শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর? সেলেব দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শিগগিরই দক্ষিণী ছবিতে ডেবিউ হতে চলেছে শ্রীদেবী কন্যার। সম্প্রতি বলিউডে অভিষেক হয়েছে দুই স্টার কিড সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টির। এর পরের সারিতেই রয়েছেন সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর। খুব শিগগিরই মিরজিয়া মুভিতে তাঁর ডেবিউ হতে চলেছে। তবে, সিলভার স্ক্রিনে আরও এক স্টার কিডের অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছে। শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বেশ কয়েক বছর আগে থেকেই ফিল্মে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন জাহ্নবী। গত দু বছরে তিনি বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেছেন স্টাইল আইকন হিসেবে। সম্প্রতি শোনা যাচ্ছে, এসএস রাজামৌলীর বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ তাঁর নতুন ফিল্মে ওকে কানমানি ফেমের স্টার ডালকুয়ের সলমনের বিপরীতে জাহ্নবী কাপুরকে কাস্ট করবেন বলে ঠিক করেছেন। শ্রীদেবী-কন্যাও এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে খবর। এই ফিল্মের নাম এখনও ঠিক করা না হলেও, জানা গেছে ছবিটি মুক্তি পাবে মালায়লম, তামিল, তেলুগু ও হিন্দিতে।