খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
কয়েকদিন পরই ঈদ। বদিউল আলম খোকন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘রাজাবাবু’ মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া একই পরিচালকের ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ দর্শকদের কাছে দারুণ সাড়া পেয়েছিল, হয়েছিল সুপারিহট। একই শিল্পী কলাকুশলী নিয়ে এবার কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘রাজাবাবু’। নায়ক শাকিব খান মনে করেন, এই ছবি রেকর্ড পরিমাণ সিনেমা হল পাবে, সেই সাথে আয়ের দিক দিয়েও ছাড়িয়ে যাবে সবকিছু। শাকিব খান বলেন, ‘এই ছবির নাম শুনলেই কেমন যেন কমেডি মনে হয়, ছবিতেও দর্শক অনেক কমেডির সাথে সুন্দর একটি গল্প পাবে। আসলে দর্শক যখন হলে যায় সে সুন্দর একটা গল্প দেখতে যায়। আর একটা গল্পের মধ্যে প্রেম ভালোবাসা, বিরহ, আনন্দ বেদনা সবই থাকে, এই ছবিতেও দর্শক সব পাবে।’ শাকিবের কথা, একটি পূর্ণাঙ্গ ছবি তারা দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। এজন্য সবাই এই ছবি দেখতে আসবেন। তিনি বলেন, ‘এর আগে ‘হিরো দ্যা সুপারস্টার’ ছবিতে দর্শকপ্রিয়তা পায়। একই জুটির এটা দ্বিতীয় ছবি। ইদানীং অনেক সিনিয়ররা বলেন যে তাঁরা এখনকার ছবিতে কাজ করবেন না, কারণ ছবি দেখলে মনে হয় নাটক। এই ছবিটা দেখলে মনে হবে যে একটা ছবিই দেখলাম। দর্শক হল থেকে খুশি হয়ে বেরোবে, এতটুকু বলতে পারি।’ শুটিং করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই! শাকিবের জন্য অবশ্য মজার ঘটনা নেই, আছে কঠিন পরিশ্রমের গল্প। ‘কোনো মজার ঘটনা নেই, বরং অনেক পেইন পেয়েছি। বৃষ্টির জন্য কয়েকবার আমরা শুটিং করতে পারিনি। বার বার শুটিং ডেট দিতে হয়েছে। অন্য ছবি থেকে শিডিউল ম্যানেজ করে ছবির কাজ শেষ করতে হয়েছে। অনেক ঝামেলা হয়েছে। আবার থাইল্যান্ডে ছবির গানের শুটিং করেছি। সেখানে প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠতে হয়েছে। টানা সন্ধ্যা পর্যন্ত শুটিং করেছি। কোনো শপিং করতে পারিনি। তবে নায়িকারা খুব মজায় ছিল। তারা অনেক মজা করেছে, শপিং করতে পেরেছে। কারণ আমার সাথে হয় অপু, না হলে ববির শুটিং থাকত। এ কারণে দুজনের একজন সবসময়ই ফ্রি থাকত, আর সারা দিনই শপিং করত। আসার সময় দেখেছি এয়ারপোর্ট ভরে ফেলেছে তাদের ব্যাগ দিয়ে। তবে কাজটি অনেক ভালো হয়েছে।’ বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’তে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি। আরো আছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, বিপাশা কবির প্রমুখ। ‘রাজাবাবু’ ১৫০টি হলে মুক্তির প্রস্তুতি চলছে।