Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
24সিনেমাটির সব চরিত্রই বাস্তব থেকে নেওয়া। যারা এর অনুপ্রেরণা, তারা সবাই চলচ্চিত্র ও ফ্যাশন জগতের সঙ্গে জড়িত।’ এ বলেই থামেননি ‘ক্যালেন্ডার গার্লস’ পরিচালক মধুর ভান্ডারকর। আরও জানান মডেল আকাক্সক্ষা পুরীর চরিত্রটি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর জীবনী অবলম্বনে লেখা।
সম্প্রতি একটি প্রচারণা অনুষ্ঠানে এমনটাই জানালেন ‘ফ্যাশন’খ্যাত এ নির্মাতা। তিনি বলেন, ‘পুরো সিনেমার ৭৫ ভাগই বাস্তব জীবনের অনুকরণে নির্মিত।’
এর আগে জানিয়েছিলেন সিনেমার কয়েকটি চরিত্রের সঙ্গে মিল আছে বিজনেস টাইকুন বিজয় মালাইয়া ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তারা কিভাবে সাধারণ মানুষ থেকে খ্যাতির শিখরে উঠেছেন তা-ই দেখা যাবে ‘ক্যালেন্ডার গার্লস’-এ।
নতুন করে জানানো হল, আকাক্সক্ষার চরিত্রটি শিল্পার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নবাগত এ অভিনেত্রীর সঙ্গে তারা শিল্পার ব্যক্তিত্বের দারুণ মিল পেয়েছেন। এখানে আকাক্সক্ষার চরিত্রটি দক্ষিণ ভারতের একটি মেয়ের। যিনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পা রেখেই সাফল্য পান। ধীরে ধীরে উঠে যান খ্যাতির সর্বোচ্চ শিখরে। বিয়ে করেন এক বিজনেস টাইকুনকে।
নির্মাতা আরও জানান, বাস্তব জীবনের অনুপ্রেরণা হলেও বিতর্ক এড়াতে কিছু ক্ষেত্রে বিষয় যোগ-বিয়োগ করা হয়েছে। ফলে সিনেমার চরিত্রগুলো পুরোপুরি কারো সঙ্গে মিলে যায়নি।
তবে আকাক্সক্ষা এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। শুধু জানান, সব চরিত্রই বাস্তব থেকে নেওয়া।