খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
ঈদ ধারাবাহিকে অভিনয় করলেন নিপুণ। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘সিনেমাটিক’ নামের ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। সেজানের আগের ধারাবাহিকগুলোর মতো এবারও নিপুণের বিপরীতে রয়েছেন মোশাররফ করিম।
২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা ও এর আশপাশে ধারাবাহিকটির শুটিং হয়েছে।
নিপুণ বলেন, ‘সেজান ভাইয়ের পরিচালনায় এর আগে মোশাররফ করিম ও আমি বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। প্রতিটি নাটকই দর্শক উপভোগ করেছেন। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করছি। গল্পে কমেডির পাশাপাশি সুন্দর একটি বার্তা রয়েছে।
বৈশাখী টেলিভিশনে ঈদের দিন থেকে এটি প্রচারিত হওয়ার কথা।