খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ১ মিনিটের এক ভিডিও বার্তায় এবার প্রেমের সম্পর্ক আর বিচ্ছেদ নিয়ে পরামর্শ দিলেন ‘আই হেইট লাভ স্টোরি’র নায়িকা সোনম কাপুর।
ভিডিওটিতে তিনি সম্পর্ক নিয়ে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ব্যক্ত করে বলেন, ‘আমি কেবল বলতে চাই, আপনি খুব ঝামেলাপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকলে সেখানে বিচ্ছেদ আসবেই।’
সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ হিসেবে বলেন, ‘জীবন থেকে খারাপ বিষয়গুলোকে সহজেই চলে যেতে দিন। এগুলোই সম্পর্ক নষ্টের হোতা। এমন বিষয় নিয়ে কেন চলতে হবে যা আমাদের সুখ নষ্ট করে। আমরা জীবনে আরও ভালো কিছু আশা করি।’
সম্পর্ক ভেঙে গেলে চিন্তার কিছু নেই, বিচ্ছেদ মানুষের স্বাধীনতা বাড়িয়ে দেয়। কাজেই যাদের সম্পর্ক নিয়ে ঝামেলা চলছে তাদের জন্য সোনমের উপদেশ, ‘স্রেফ সম্পর্কটা ভেঙে দিন। বিচ্ছেদ নিয়ে চিন্তার কিছু নেই।’
নিজের জীবনের প্রেম-সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে সোনম বলেন, ‘বেশ কয়েকবারই আমি প্রেমে পড়েছি, বিচ্ছেদও হয়েছে। এর মধ্যে প্রথম প্রেম থেকে বেরিয়ে আসা ছিল সবচেয়ে সহজ। তখন বয়স ছিল কম, অত কিছু বুঝতাম না। কত বোকা আর অপরিণত ছিলাম আমরা।’