খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
বলিউডের অভিনেতা ভাটশাল শেঠ অভিনয় করবেন বাংলাদেশের নায়িকা ববির বিপরীতে। ইফতেখার চৌধুরীর ‘মালটা’ ছবিতে তাঁদের দেখা যাবে। ভাটশাল ও ববি ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন এপার ও ওপার বাংলার অনেক শিল্পী। ভাটশাল শেঠ এরই মধ্যে ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া প্রধান খলনায়ক হিসেবে গুলশান গ্রোভারের নাম আগেই ঘোষণা করা হয়েছে। নায়িকা ববি মনে করেন, বলিউডের শিল্পীদের সঙ্গে অভিনয় করতে তাঁর আরো প্রস্তুতি নেওয়া দরকার। নায়িকা ববি বলেন, ‘যাঁরা উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছেন আর যাঁদের ছবি সারা বিশ্ব দেখছে, তাঁদের কাছ থেকে আমাদের শেখার আছে। তাঁদের সঙ্গে কাজ করে নিজেকে আরো তৈরি করতে পারব বলে মনে হয়। আমি অনুশীলন করছি। আশা করি, ভালো কাজ করতে পারব। দুটি ছবির কাজ করার কথা রয়েছে। দুটি ছবিরই গল্প দারুণ, যা দর্শকের ভালো লাগবে।’ ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্যপরিচালক আদিল শেখ। পরিচালক ইফতেখার জানান, ‘মালটা’য় একসঙ্গে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়।