Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
78পরমাণু অস্ত্র বাদে অন্যান্য সামরিক দিক বিবেচনায় বিশ্বের ১২৬ টি সামরিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩ টি রাষ্ট্রের মধ্যে ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। সামরিক শক্তির ভিত্তিতে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করেছে। জিএফপি তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় চীন। বাংলাদেশের প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে বৈশ্বিক তালিকার শীর্ষ দশে নেই পাকিস্তান। তালিকায় ১৭ নম্বরে রয়েছে দেশটি। মিয়ানমারের অবস্থান বিশ্ব তালিকার ৪৪ নম্বরে এবং তালিকার এশিয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ১৭ নম্বরে থাকা মিয়ানমারের পরেই বাংলাদেশের অবস্থান।