Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
95লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। নায়িকা হিসেবে নিজের অবস্থান হিন্দি মুভ্যিতে এখনো শক্তপোক্ত করতে না পারলেও নাচ দিয়ে দর্শকদের মন জয় করে নিযেছেন সাবেক এ পর্নোস্টার। কনসার্টে তার পারফরমেন্স দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। বিষয়টি বিবেচনা করে আয়োজকরা এবার সানিকে লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য ১৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন। ‘বেবি ডল’ ‘পিঙ্ক লিপ’ ও ‘পানি ওয়ালা’ গানে সানির নাচে মুগ্ধ ভক্তরা। সানির দর্শকপ্রিয়তা মাথায় রেখে তাকে কনসার্ট করাতে একদিনের জন্য ১৪ কোটি রূপি খরচ করতেও রাজি আয়োজকরা। মিডিয়ায় এ খবর প্রকাশিত হলেও এখনো অবধি জানা যায়নি কারা এই প্রস্তাব দিয়েছে ৩৪ বছর বয়সী সানি লিওনকে। এই প্রস্তাব সত্যি হলে নতুন একটি রেকর্ড গড়বেন পর্নোস্টার থেকে বলিউড স্টার সানি। এর আগে প্রত্যেক পারফর্মের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিতেন ৪ কোটি রুপি। এখনো পর্যন্ত মুম্বাই ফিল্ম ইন্ডস্ট্রিজের প্রথম সারির নায়িকা হতে পারেননি সানি। কিন্তু কনসার্টে পারফর্ম করার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন ‘মেল কিলার’ সানি লিওন! বাকিটা দেখার জন্য এখন শুধু অপেক্ষা।