Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
14একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে ‘কোপা শামসু’ নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমি হামিদ, মিথিলা, স্বর্ণা, পিয়া জান্নাতুলসহ আরো অনেকে। পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নাটকটি ডার্ক কমেডি ধরনের। কথায় আছে- যেমন কর্ম তেমন ফল। নাটকের শেষে দর্শকের এই কথাটি উপলব্ধি হবে। নাটকের শেষে জাহিদ হাসান একটা শাস্তি পাবেন। তবে এই শাস্তির জন্য তিনি পুরোপুরি দায়ী থাকবেন না। নাটকে বর্ডার গার্ড চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তাঁর নাম যে কোপা শামসু এ রকম ভাবার কোনো কারণ নেই। কারণ পুরো নাটকে তাঁকে সবাই সুইট ভাই বলে ডাকবে। নাটকটি দর্শকদের শেষ পর্যন্ত দেখতে হবে। তা না হলে তাঁরা কোনো ভাবেই বুঝতে পারবেন না নাটকটির নাম কেন কোপা শামসু? এমনকি ট্রেলার দেখেও দর্শক কোনো কিছু বুঝবেন না। কিছুটা রহস্য আমি নিজেই রেখে দিয়েছি।’ ‘কোপা শামসু’ নাটকের শুটিং কোথায় হয়েছিল জানতে চাইলে পরিচালক বলেন, ‘নাটকটির শুটিং আমরা বসুন্ধরার আবাসিক এলাকায় ৩০০ ফিট রাস্তার পাশে করেছি। মোট দুদিন লেগেছে নাটকের কাজ শেষ করতে। পুরো কাজ আমরা খোলা জায়গায় করেছি। আমাদের সঙ্গে পুলিশ পাহারা ছিল। তাই প্রথমদিন দর্শকদের একটু ভিড় থাকলেও, দ্বিতীয় দিন আমরা আরামে কাজ শেষ করেছি।’