Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
15সিনেমার চরিত্রকে দর্শকপ্রিয় করার প্রয়োজনে যেকয়জন অভিনেত্রী পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে মাঝেমধ্যেই উপস্থিত হন তাদের মধ্যে প্রথম সারির তালিকায় প্রিয়াঙ্কা চোপড়ার নাম উল্লেখযোগ্য। সেই প্রিয়াঙ্কাই নাকি এবার এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে লজ্জায় লাল হয়েছেন! এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। সম্প্রতি আমেরিকান একটি টেলিভশনে প্রচারের উদ্দেশ্যে নির্মিতব্য গোয়েন্দা সিরিজ কোয়ান্টিকোতে সহশিল্পীর সঙ্গে চুম্বনের দৃশ্যে শুটিং করেছেন প্রিয়াঙ্কা। ‘এবিসি’ টিভিতে প্রচারের উদ্দেশে নির্মিত ওই দৃশ্যের একটি ট্রেইলার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এতেই প্রিয়াঙ্কাকে দেখা গেছে, গাড়ির মধ্যে সহশিল্পীর সঙ্গে চুম্বনরত অবস্থায়। এ সর্ম্পকে কথা বলতে গিয়ে এই তারকা অভিনেত্রী বলিউডলাইফ ডট কমকে বলেন, ‘কোয়ান্টিকো’র ট্রেইলারে গাড়ির মধ্যে যে অন্তরঙ্গ দৃশ্যটি রয়েছে সেটা অভিনয় করতে এক ঘন্টা লেগেছিল। দৃশ্যটিকে যতটা সম্ভব স্বাভাবিক করার নির্দেশ দিয়েছিলেন পরিচালক। তিনি বলেন, এ ধরনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে আমি খুবই লজ্জা পাই। দৃশ্যটি করতে আমি ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তবুও ‘কোয়ান্টিকো’র মতো ধারাবাহিকে ওই চরিত্রের নারী অ্যালেক্স খুবই স্বাধীনচেতা একজন মানুষ। অ্যালেক্সের চরিত্রে নিজের অভিনয় সর্ম্পকে প্রিয়াঙ্কা বলেন, ওই নারী চরিত্রের (অ্যালেক্স)জীবনের লক্ষ্যই হল ছেলেরা যেভাবে মেয়েদের ব্যবহার করে, সেভাবেই সেও ছেলেদের ব্যবহার করবে। তাই মারাত্মক সাহসীভাবে ওই দৃশ্যটি শুটিং করতে হয়েছে। এবিসি-র ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজটি নিয়ে এরই মধ্যে প্রত্যাশা তুঙ্গে পৌঁছে গেছে। এজন্যই হয়তো প্রিয়াঙ্কা কিছুটা উত্তেজিতও।