Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
15একেই বোধহয় বলে আমিরি প্রেম! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’এর প্রেমে পড়েছেন অনেক তরুণীই। কিন্তু সেই তালিকায় এ বার যোগ হল এক সেলেবের নাম। তিনি সানি লিওন। আমির খানের প্রেমে আপাতত হাবুডুবু খাচ্ছেন সানি! স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সানি। তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তাঁর ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির। টুইট করেছেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট।’ যদিও সানির এই ভাল লাগাকে তিনি কী ভাবে দেখছেন তা জানাননি আমির। ‘দঙ্গল’এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে তাঁর। সব মিলিয়ে নতুন ছবিতেই ফোকাস করেছেন নায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় আমিরের প্রতি সানির ভালবাসা নিয়ে এখন জোর চর্চা চলছে।সূত্র: আনন্দবাজার