Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
16ঈদের দিন বাংলাদেশের বেশিরভাগ তারকা যখন আনন্দ উদযাপনে ব্যস্ত থাকবেন ঠিক সেই সময় আকাশে উড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। শিক্ষার্থীদের বিমান চালনার পরীক্ষা নেবেন তিনি। ঈদের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়ারল্যান্ডে তো ঈদের জন্য সরকারি ছুটি নেই। তাই এদিনও কাজ করতে হবে। এখানে তো আমি বিমান চালনার প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। ঈদের দিন শিক্ষার্থীদের বিমান চালনার উপর পরীক্ষা রয়েছে। যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তবে পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আমাকেও আকাশে উড়তে হবে।’ আয়ারল্যান্ডের নতুন আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তি। সিনেমাটির নাম ‘কু-কুলাইন’। আইরিশ এই সিনেমাটিতে প্রিয়তি অভিনয় করবেন একজন রাণীর চরিত্রে। এতে প্রিয়তিকে দেখা যাবে যোদ্ধার লুকে। এর জন্য প্রশিক্ষণ নেবেন তিন সপ্তাহ। ইংল্যান্ডে এই প্রশিক্ষণ নেবেন প্রিয়তি। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করবেন কিয়ারন ডেভিস। সোমবার সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০১৪ সালে মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হওয়ার পর কিয়ারন ডেভিস পরিচালিত ‘ওয়ান্ডারল্যান্ড’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়তি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘কু-কুলাইন’ প্রিয়তি অভিনীত দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র। প্রিয়তি বলেন, ‘শিগগীরই ‘ওয়ান্ডাল্যান্ড’ মুক্তি পাবে আয়ারল্যান্ডে। এবার একই নির্মাতার আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম।’ কিয়ারন ডেভিস প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘কিয়ারনের সঙ্গে কাজের ক্ষেত্রে বোঝা-পড়াটা ভালো হয়। আমার প্রথম সিনেমার পরিচালক কিয়ারন। তার সঙ্গে কাজ করে আমি স্বাচ্ছন্দবোধ করি। এরই মধ্যে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। ব্যস্ততার জন্য সেগুলো ফিরিয়ে দিতে হয়েছে। এর মধ্যে বলিউড ও হলিউডের দুটি সিনেমা ছিলো।’ প্রিয়তির সমস্ত ব্যস্ততা ঘিরে রয়েছে মিস আর্থ প্রতিযোগিতা। ১৩ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা। ১৮ অক্টোবর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। এতে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করছের বাংলাদেশের মেয়ে প্রিয়তি। এর জন্য ব্যপকভাবে প্রস্তুতি নিচ্ছেন। টানা পরিশ্রমে নিজের ফিগার জিরোতে নামিয়ে এনেছেন। প্রিয়তি বলেন, ‘এই প্রতিযোগিতাটি খুবই সম্মানের। তাই প্রতিযোগিতাটির জন্যই হলিউডের একটি ও বলিউডের একটি চলচ্চিত্র ফিরিয়ে দিয়েছি। এছাড়া পেশায় আমি একজন বিমান চালক। পেশাগত কাজেও সময় দিতে হয়। কিয়ারনের সিনেমাটির শুটিং ডিসেম্বরে শুরু হবে বলে রাজি হয়েছি।’ আপাতত এখন মিস আর্থ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই প্রতিযোগিতার পর তিন সপ্তাহের জন্য যাবেন ইংল্যান্ডে। সেখানে যোদ্ধার প্রশিক্ষণ নেবেন। এরপর ডিসেম্বরে শুরু হবে ‘কু-কুলাইন’ সিনেমায় যোদ্ধা রাণীর অভিযান।