খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী এই সাবেক অধিনায়ক। বর্তমানে বিপিএলের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন আশরাফুল। ব্যস্ততাহীন এই সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী সোমা এ রহমানের মিউজিক ভিডিও ‘এই আমি নেই’ গানে মডেল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ভিডিওটি ইউটিউবে প্রকাশ হয়েছে ২২ সেপ্টেম্বর। এতে আশরাফুল প্রাণবন্ত অভিনয় করেছেন। আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে নির্মাণ করা হয়েছে এ মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলী আফরোজ অর্ণব। সোমা রহমানের ‘যদি সন্ধ্যা নামায়’ অ্যালবামের ‘এই আমি নেই’ গানটি ব্যবহার করা হয়েছে ভিডিও তে। আবিদ রনির লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন সোমা রহমান ও আতিক শামস। মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে থ্রি-এ ফিল্মসের ব্যানারে। এ প্রসঙ্গে আলী আফরোজ অর্ণব বলেছেন, ‘মিউজিক ভিডিওটা নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আর জাতীয় দলের একজন সেরা ক্রিকেটারকে মডেল হিসেবে পাওয়াটাও অনেক বড় ব্যাপার। শিল্পী সোমা রহমান ক্রিকেট খুবই পছন্দ করেন এবং আশরাফুল ভাইয়া তার প্রিয় ক্রিকেটার। আশরাফুল ভাইয়াকে প্রস্তাব করার পর গানের গল্প দেখে তিনি রাজি হয়ে যান। গানটির শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন জায়গায়। গানটি লিখেছেন আবিদ রনি।’ এ প্রসঙ্গে আশরাফুল বুধবার বলেছেন, ‘কণ্ঠশিল্পী সোমার সঙ্গে আমার পরিচয় গানের মাধ্যমেই। মিউজিক ভিডিওতে মডেল হওয়ার অফার পাওয়ার পর মিউজিক ভিডিওর গল্পটি শুনলাম। গল্প শুনে ভাল লাগলো, তাই রাজি হয়ে গেলাম। ভিডিওটিতে কাজ করে আমার খুব ভাল লেগেছে। আমি আশা করব গানটা আপনাদেরও ভাল লাগবে।’ অন্যদিকে গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোমা রহমান বলেছেন, ‘এটা আমার জন্য খুব ভাল লাগার বিষয়, আমার প্রিয় একজন ক্রিকেটার আমার গানে মডেল হিসেবে কাজ করেছেন। গানের অনুষ্ঠানেই তিনি আমার গান শুনে ভাললাগার কথা বলেছিলেন। পরবর্তীতে তাকে এই কাজটির অফার করা হয়।’ উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে আবারও ক্রিকেটে ফিরে আসার জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।