খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এক সময় তারা ছিলেন প্রেমিক-প্রেমিকা। ভালবাসার আবেগে প্রেমিকের নামের আদ্যক্ষরের উল্কিও ঘাড়ে এঁকেছিলেন দিপিকা। সেই রনবির কাপুরকেই এবার সবার সামনে ‘ভাই’ ডেকে বসলেন তিনি! ঘটনাটি ঘটেছে তাদের নতুন সিনেমা ‘তামাশা’র ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে। ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে কাজ করেছেন সাবেক এই প্রেমিক জুটি। অনুষ্ঠানের এক পর্যায়ে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নব্বই দিনের মধ্যে কোনো বার্তা মুছে না ফেলার নতুন এক নিয়ম নিয়ে মন্তব্য করতে বলা হয় তাদের। রনবির তখন বলেন, “সেক্ষেত্রে আপত্তিকর কোনো বার্তা পাঠাবেন না। আপনার যদি ছেলে কিংবা মেয়ে বন্ধু থাকে, তাহলে অন্য কাউকে ফষ্টিনষ্টি করে বার্তা পাঠানো বন্ধ করুন।” রনবিরের এই উত্তর দারুণ পছন্দ হয় দিপিকার। তার পিঠ চাপড়ে দিপিকা বলে ওঠেন, “কি দারুণ উত্তর, ভাই!” ‘বাঁচনা অ্যায় হাসিনো’ সিনেমায় এক সঙ্গে কাজ করতে গিয়ে একজন আরেক জনের প্রেমে পড়েন দিপিকা-রানবির। ২০০৮ সালের সেই প্রেম এক বছর পরেই ভেঙে যায়। রনবির বর্তমানে প্রেম করছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। আর দিপিকা রানভির সিং-এর সঙ্গে প্রেম করছেন বলে বলিউডে জোর গুজব রয়েছে। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও বন্ধুত্ব বজায় রেখেছেন এই জুটি। এক সঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তারা।