খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
সিং ইজ ব্লিং সিনেমায় সিংহের সঙ্গে এক ফ্রেমে বেশ কয়েকবার দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। সিংহের সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানালেন অক্ষয়। বলিউডের সাকসেফুল কুমার বললেন, দুরুদুরু বুকে সিংহের পাশে গিয়ে বসতাম। একদিন শ্যুটিংয়ের মাঝপথে দেখলাম মেজাজ বিগড়ে গেল মুফাসা নামের সেই সিংহের। পশুরাজের সে কী রাগ! পরে অক্ষয় জানালেন সিংহটি রেগে গিয়েছিল কারণ তার চারিদিকে ছিল আয়না। আয়না সে যতবার দেখছে ততবার সে ভাবছিল অন্য সিংহেরা আছে। তাতেই রেগে আগুন মুফাসা। অক্ষয় সিং ইজ ব্লিং সিনেমায় চিড়িয়াখানায় নিরাপত্তা কর্মীর ভুমিকায় অভিনয় করছেন। প্রভু দেবা অক্ষয় কুমার জুটি এ ছবিতে আবার ফিরছে বলিউডে। ছবির নায়িকা হিসেবে প্রথমবার অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে। এ ছবিতে আছেন লারা দত্তও।