খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
স্লামডগ মিলিওনিয়ার’ থেকে তাঁদের যাত্রা শুরু। অনস্ক্রিন থেকে অফস্ক্রিনেও এক হয়ে গিয়েছিল দুজনের পথ। অসম বয়সের এই দুই তারকা প্রায় ছয় বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানেন গত বছর। তবু পেশাদারত্বের খাতিরেই হোক কিংবা অন্য কারণে, বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার দেব প্যাটেল এবং ফ্রিদা পিন্টোর মাঝে। এনডিটিভির খবরে জানা গেল, কিছুদিন আগে একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে একইসাথে কাজ করেছেন দুজনে। এই সংস্থাটির নাম ‘প্রথম’। ভারতে দারিদ্র্য বিমোচন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে এটি। এর একটি মুখ্য উদ্দেশ্য শিশুদের সাক্ষরতার হার বাড়ানো। এ কারণে, তহবিল বাড়ানোর জন্য একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল সংস্থাটি। সেখানে বিচারকদের প্যানেলে অংশ নেন দেব ও ফ্রিদা। এ ছাড়া সেখানে একটি নিলামের আয়োজন করা হয়, যাতে সহায়তা করেন তাঁরা। ২০১৪ সালে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। ‘স্লামডগ মিলিওনিয়ার’ এর দারুণ সাফল্যের পর ক্যারিয়ার মোটেও থমকে যায়নি তাঁদের, দুজনেই এগিয়ে গেছেন নিজেদের মতো। শ্রীনিবাস রামানুজনের জীবন অবলম্বনে নির্মিতব্য ছবি ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’তে দেখা যাবে দেব প্যাটেলকে। ফ্রিদা পিন্টোকে দেখা যাবে ‘জাঙ্গল বুক : অরিজিনস’ ছবিতে, ২০১৭ সালে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।