খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রেমের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ থেকে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তারই সহধর্মিণী মেহের আফরোজ শাওন। এটি হবে তার নির্মাণে প্রথম সিনেমা। আর এতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী মাহি। তার সঙ্গে জুটি বাঁধবেন রিয়াজ। অর্থাৎ রিয়াজ-মাহি জুটির অভিষেক সিনেমা হবে ‘কৃষ্ণপক্ষ’। জনপ্রিয় নায়িকা মাহি বুধবার রাতে বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। তার অধিকাংশ উপন্যাস ও গল্প আমার পড়া। প্রথমবারের মতো তার গল্পের নায়িকা হব—এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। আশা করছি, নতুন কিছু উপহার দিতে পারব।’ জানা যায়, শাওনের পরিচালনায় এ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। বুধবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এ ব্যাপারে চূড়ান্ত সীদ্ধান্ত নেন ছবি সংশ্লিষ্টরা। এখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ, চিত্রনায়িকা মাহি, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সঙ্গীত পরিচালক ইমন সাহা, গায়ক এস আই টুটুল প্রমুখ। মাহি জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মুক্তি দেওয়া হবে ‘কৃষ্ণপক্ষ’। এ কারণে ১ অক্টোবর থেকে এর টানা শুটিংয়ে অংশ নেবেন মাহি ও অন্যান্য শিল্পীরা। ‘কৃষ্ণপক্ষ’ পরিচালনা প্রসঙ্গে শাওন বলেন, ‘এই অল্প সময়ে এমন দুঃসাহসিক কাজের সিদ্ধান্ত নেওয়া এবং প্রিয় মানুষগুলোকে পাশে পাওয়ার পেছনে রহস্য একটাই—হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ছবি বানানোর স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছি অনেকদিন ধরে। সেই স্বপ্নপূরণের তারিখটা হুমায়ূনের জন্মদিনে হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের আর কিবা হতে পারে!’ শাওন এ ব্যাপারে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং কিছু ছবিও শেয়ার করেছেন। জীবদ্দশায় আটটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন হুমায়ূন আহমেদ। এগুলো হলো- ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’। এ ছাড়া তার গল্প নিয়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি ছবি। এ তালিকায় রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘দূরত্ব’, ‘নন্দিত নরকে’, ‘নিরন্তর’, ‘দারুচিনি দ্বীপ’, ‘সাজঘর’ এবং ‘প্রিয়তমেষু’।