Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
39সম্পূর্ণ কর্মক্ষম কৃত্রিম কিডনি তৈরিতে আরো একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। জাপানের একদল গবেষকের তৈরি কিডনি প্রাণী দেহে প্রতিস্থাপন করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। শূকর ও ইঁদুরের দেহে সেসব কিডনি সংযোজন করে দেখা গেছে, সেগুলো কাজ করছে, স্বাভাবিক কিডনির মতোই মূত্র অপসারণ করতে পারছে। আগে যে সব নমুনা কিডনি পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল সেগুলোতে মূত্র অপসারণের কোনো সমাধান ছিল না। তবে গবেষকরা বলছেন, মানুষের ওপর নতুন কিডনির পরীক্ষা চালাতে আরো কয়েক বছর সময় লাগবে। কিডনি প্রতিস্থাপনে প্রয়োজনীয় ডোনারের অভাব সারা বিশ্বেই প্রকট। যুক্তরাজ্যে প্রতি বছর ৬ হাজার ব্যক্তি কিডনি প্রতিস্থাপনে নাম লেখায়। কিন্তু ডোনারের অভাবে ৩ হাজারেরও কম ব্যক্তি কাক্সিক্ষত কিডনির দেখা পায়। এবার স্টেম সেল ব্যবহার করে যে কৃত্রিম কিডনি তৈরির উপায় জাপানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তা ডোনার সংকটের সমাধান দেখাবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। নতুন এই কিডনি তৈরির জন্য টোকিওর জিকেই ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের ড. তাকাশি ইউকো ও তার সহকর্মীরা স্টেম সেল পদ্ধতি ব্যবহার করে প্রাণী দেহে শুধুমাত্র কিডনিরই জন্ম দেননি, সেই সঙ্গে মূত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্লাডার এবং অপসারণের নলও তৈরি করেছেন। এ জন্য গবেষকরা টিস্যু তৈরিতে ইঁদুরকে ব্যবহার করেন। পরে ইঁদুরের দেহে প্রাণীটির ব্লাডারের সঙ্গে কৃত্রিম কিডনি ও ব্লাডারটির সংযোগ দিয়ে দেখা যায়, সেটি সঠিকভাবে কাজ করছে। আট সপ্তাহ পরেও পরীক্ষা করে একই ফল পাওয়া যায়। পরে তুলনামূলক বড় প্রাণী শূকরের ওপর পরীক্ষা চালিয়েও একই সাফল্য আসে।