Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
40কোস্টারিকায় হঠাৎ‍ই আকাশ ছেয়ে গেল এক অদ্ভুত সুন্দর মেঘে। কোস্টারিকাবাসী সেই মেঘ দেখে একেবারে মুগ্ধ। ঠিক রামধনু নয়, কোনও গ্রহণও নয়। প্রকৃতি সব ঢেলে দিল এই সুন্দর মেঘে। কিন্তু হঠাৎ‍ করে এমন মেঘের উদয় কেন? প্রশ্নটা দাবানলের মত ছড়িয়ে পড়ল গোটা কোস্টারিকা জুড়ে। আর যেখানে প্রশ্নের সঠিক উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, সেখানে তো কুসংস্কার জন্ম নেবেই। অনেকেই বলতে শুরু করলেন, এটা হল পৃথিবী ধ্বংসের ইঙ্গিত। কোনও এক বইতে নাকি লেখা আছে পৃথিবী ধ্বংসের আগে এমনই সুন্দর মেঘের উদয় হবে। অনেকেই বলতে শুরু করলেন আগামী ২৮ সেপ্টেম্বর, সোমবার চতুর্থ ব্লাডমুনের দিন পৃথিবী ধ্বংসের যে বিশ্বাসের কথা বলে হচ্ছে, এই মেঘ সেটাই জানান দিচ্ছে। সোজা কথায় কুসংস্কার প্রচারকরা বলছেন, ২৮ সেপ্টেম্বর পৃথিবী ধ্বংসের আগে কোস্টারিকার এই অদ্ভুত মেঘ একটা সিগন্যাল দিয়ে রাখল। অনেকে আবার বলছেন, বড় কোনও গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার আগে মেঘের আকার এমন হয়ে থাকে। নাসা অবশ্য এইসব থিওরিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই মেঘ নিয়ে জল্পনা তুঙ্গে।