Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
56আগামীকাল ঈদ। ঈদের আনন্দকে আরো বাড়াতে মুক্তি পাবে নতুন চারটি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘রাজাবাবু’, ‘আশিকী’, ‘প্রার্থনা’ ও ‘গাড়িওয়ালা’। এসবের মধ্যে দুটি ছবিকে মূলধারার চলচ্চিত্র বলা যায়। কারণ, ‘রাজাবাবু’ আগামীকাল মুক্তি পাবে ১৬০টি প্রেক্ষাগৃহে। আর ‘আশিকী’ মুক্তি পাবে ১০৪টি প্রেক্ষাগৃহে। অন্যদিকে, ‘প্রার্থনা’ ছবিটি কয়েকটি প্রেক্ষাগৃহসহ মুক্তি দেওয়া হবে টেলিভিশনে। ‘গাড়িওয়ালা’ ছবিটিও মুক্তি পাবে টিভিতে। বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস ও নায়িকা ববি। বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি পরিচালিত ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। জাজ ও এস কে মুভিজ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে। এদিকে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘গাড়িওয়ালা’ পরিচালনা করেছেন আশরাফ শিশির। সিনেমাটি এরই মধ্যে জিতেছে বিদেশের অনেক পুরস্কার। দুই ভাই ও তাদের মায়ের গল্প নিয়ে নির্মিত এ ছবি। বাংলাদেশের গ্রামে বড় হওয়া দুই বালকের চোখ দিয়ে পুরো গল্প দেখানো হবে। দারিদ্র্যের মধ্য দিয়েও এ দুই বালক কীভাবে মানসিকভাবে পুরুষ হয়ে ওঠে ও জীবনের সত্য আবিষ্কার করে, তা দেখা যাবে এ সিনেমায়। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, সুপারহিরো-সুপারহিরোইনখ্যাত ইমরান প্রমুখ। সিনেমা হলের পাশাপাশি চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায়। অন্যদিকে, ‘প্রার্থনা’ ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ‘প্রার্থনা’ ছবিটির প্রযোজনাও করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সামাজিক নানা সমস্যা সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে জয় বলেন, ‘আমার ছবিটা সবার জন্য নয়। কারণ, গল্পের প্রেক্ষাপট অনেকটা ইরানি ছবির মতো। এখানে মূলত তিনটি সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে, যা একটি শিশুর পরিপূর্ণ বিকাশে বাধার সৃষ্টি করে।’ প্রেক্ষাগৃহের পাশাপাশি চ্যানেল আইতে প্রিমিয়ার হবে ‘প্রার্থনা’র। অভিনয় করেছেন জয়, কল্যাণ কোরাইয়া, মৌসুমী নাগ প্রমুখ।