খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত হবে গ্রামীণফোন নিবেদিত জাহিদ হাসান, মৌসুমি হামিদ ও পিয়া, মিথিলার স্বল্প বিরতির বিশেষ একক নাটক ‘কোপা শামসু’। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমি হামিদ, পিয়া, স্বর্না, মিথিলা প্রমুখ। নির্মাতা জানালেন, ‘কোপা শামসু’ নাটকের কাহিনী গড়ে উঠেছে সীমান্তবর্তী এলাকার নানান ঘটনাকে কেন্দ্র করে। নাটকে বর্ডার গার্ড জাহিদ হাসান। তার সাথে এই নাটকে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, পিয়া জন্নাতুল, শারমিন আক্তার ও সাদিকা স্বর্ণা। কোপা শামসু নাটক প্রসঙ্গে পরিচালক তানিম রহমান বলেন, ‘রোববার বসুন্ধরা আবাসিক এলাকায় নাটকের শুটিং হয়েছে। এরপর আরো দুইদিন রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হবে।’ নাটকটি এসএ টেলিভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৯টায়।