Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
19টেলিভিশনে লাইভ গান শুনতে গানপাগল শ্রোতারা দারুণ ভালোবাসেন। আর যাঁরা সংগীতশিল্পী আঁখি আলমগীরের ভক্ত, তাঁদের জন্য সুখবর। আজ রাতে আঁখি আলমগীর সরাসরি গান গাইবেন আরটিভির ঈদ মিউজিক অনুষ্ঠানে। রাত ১১টা ২০ মিনিট থেকে টানা তিন ঘণ্টা সরাসরি গান গাইবেন তিনি। গান গাওয়ার ফাঁকে ফাঁকে দর্শকের সঙ্গে সরাসরি ফোনেও কথা বলবেন এই তারকা। শাহ আমীর খসরুর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন।
মিউজিক স্টেশনে গান গাওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘ ঈদ মানেই আনন্দ। এ সময়টা মানুষ ধর্মীয় দিক পালনের পাশাপাশি উৎসবেও ভাসে। আজ শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করব। এ ছাড়া দর্শকের সঙ্গে ফোনে দিব সরাসরি আড্ডা। আশা করছি, আজ আড্ডা এবং গান খুব জমবে।’ এরই মধ্যে ফেসবুকেও আঁখি আলমগীর তাঁর ভক্ত ও বন্ধুদের জানিয়েছেন, তিনি আজ গান করবেন।
অনুষ্ঠানের উপস্থাপিকা আমব্রিন বলেন, ‘সব সময় তো উপস্থাপনা করছি। কিন্তু ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনার মজাই আলাদা। আর সেটা যদি হয় সরাসরি গানের অনুষ্ঠান, তাহলে আনন্দ আরো দ্বিগুণ হয়। গান, গল্পের পাশাপাশি দর্শক-শ্রোতার সঙ্গে কথা বলার ভালো একটা সুযোগও হয়।’