Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
20মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের দিনটিকে ঘিরে বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান তামাম বিশ্বের মানুষের মঙ্গল কামনা করলেন।
জানা গেছে, এবার ঈদে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো ছবি হলে না আসলেও আসন্ন ছবির জন্য দারুণ ব্যস্ত আছেন তিনি। রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’-তে অভিনেত্রী কাজলের সাথে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয় করছেন তিনি।
আর এই ছবির শ্যুটিং হচ্ছে হায়দ্রাবাদে, আবার এখান থেকে সম্প্রতি সোজা উড়ে গেলেন বন্ধু করন যোহরের আসন্ন ছবি ‘ইয়ে দিল হ্যায়’-এর শ্যুটিংস্পট লন্ডনে। আর এরইমধ্যে মুসলমানদের দরজায় কড়া নাড়লো ‘ঈদ’ উৎসব! আর বলিউড বাদশাহ সর্বাদাই তার আনন্দ, বেদনা ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেন।
মুসলমানদের এই আনন্দের দিনে এবারো হয়নি তার ব্যতিক্রম। সবার উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানিয়ে শাহরুখ বলেন, সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন।
উল্লেখ্য, রোহিত শেঠির নির্মাণে শাহরুখ-কাজল অভিনীত ছবিটি আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পাবে। এছাড়াও ‘রইস’ ও ‘ফ্যান’ নামের ছবি দুটির কাজও চালিয়ে যাচ্ছেন শাহরুখ।