খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
পরিচালক কান্তি শাণ্ডর বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠাতে চলেছেন প্রাক্তন পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন।
জানা গেছে, অনুমতি ছাড়া কান্তি শা তার পরবর্তী সিনেমায় সানির নাম ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করছিলেন। আর তা জানতে পেরেই ওই পরিচালকের বিরুদ্ধে বেজায় খেপে গিয়েছেন সানি।
বলিউডের বি গ্রেডের পরিচালক কান্তি শা ম্যায় সানি লিওন বাননা চাহাতি হু নামক একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছিলেন। যেখানে দেখানো হবে, একজন তরুণী কীভাবে সানি লিওনের মত নাম করা পর্নো স্টার হতে চান। আর এখানেই বেধেছে গন্ডগোল।
সাংবাদিকরা কান্তি শা-এর ওই সিনেমার বিষয়ে জানতে চাইলে রেগে যান সানি। শুধু তাই নয় সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার রীতিমত ওই পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করারও কথাও জানিয়েছেন।
অনুমতি না নিয়ে কান্তি শা কী করে সানি লিওনের নাম ব্যবহার করতে চাইছেন, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ওয়েবার দম্পতি।
কান্তি শা বেশ কিছু হিন্দি সিনেমা তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে খুনি শয়তান, পিয়াসা হায়ওয়ান, খুনি ভুতনি, এমএমএস কান্ড, সপনা জওয়ানি কী।
এদিকে ম্যায় মাধুরী দীক্ষিত বাননা চাহাতি হু নামে সম্প্রতি একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। ওই সিনেমায় অভিনেত্রী অন্তরা মালিকে কাস্ট করার ভাবনা চিন্তাও চলছে বলে জানা গেছে।