খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এবারের ঈদে বড় পর্দায় মুখোমুখি হয়েছেন দুই বাংলার দুই জনপ্রিয় নায়ক শাকিব খান ও অঙ্কুশ। বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান এবারের ঈদে প্রেক্ষাগৃহে এসেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার নায়িকা অপু বিশ্বাস ও ববি।
কলকাতার আলোচিত নায়ক অঙ্কুশ এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে এসেছেন যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ নিয়ে। অশোকপতি ও আবদুল আজিজ পরিচালিত এই ছবিতে অঙ্কুশের নায়িকা নবাগতা নূসরাত ফারিয়া। বাংলাদেশে এটা অঙ্কুশের তৃতীয় ছবি। এর আগে তিনি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের সামনে এসে সফল হয়েছেন।
এ দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বেশ পরিচিত অঙ্কুশ এবার মুখোমুখি হয়েছেন ঢাকার সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের। ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ এবং ‘আশিকী’ দুটিই বড় মাপের ছবি। ঈদ উপলক্ষে দু’টি ছবিই রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি দু’টি নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের আগ্রহের পাশাপাশি শাকিব খান ও অঙ্কুশের পর্দাযুদ্ধ দেখার জন্য দারুণ উত্তেজিতও। তাদের ভাষায় শাকিব খান বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নায়ক। তার তুলনা তিনি নিজেই। আর অঙ্কুশ ভারতীয় নায়কদের মধ্যে সফল। ফলে দুজনার পর্দাযুদ্ধ দর্শক বেশ উপভোগ করবেন। তাদের মতে দুটি ছবিই যেহেতু বড় মাপের এবং বিশাল বাজেটের সেহেতু প্রতিযোগিতটাও বেশ জমবে।