Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
10আজ ১৬০টি প্রেক্ষাগৃহে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবি মুক্তির পর হলে গিয়ে নিজের ছবি দেখার অভ্যাস আছে এই ঢালিউড কুইনের। তবে হলে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। ভাবছেন, কীভাবে তিনি নিজেকে লুকিয়ে রাখেন? এ বিষয়ে অপুর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার সংগ্রহে ১৩টি বোরকা আছে। বোরকাগুলো অনেক সুন্দর। আমি বিভিন্ন দেশ থেকে এই বোরকাগুলো কিনেছি। ওমান, কাতার, সৌদি আরব থেকে আমি বোরকাগুলো সংগ্রহ করেছি। দেশেও নিজস্ব ডিজাইনারদের দিয়ে কিছু বোরকা বানিয়েছি। তবে আমার খুব গর্জিয়াস লুকের বোরকা মোট তিনটি। আমি আসলে অবস্থা বুঝে বোরকা পরি। কোন হলে কী রকম বোরকা পরতে হবে, এটা আগে থেকেই ঠিক করে নিই। কারণ, সাধারণ হলগুলোতে আমি যদি গর্জিয়াস বোরকা পরে যাই, তাহলে দর্শক আমার দিকে তাকিয়ে থাকবে এবং একপর্যায়ে আমাকে চিনতেও পারবে। তাই সব ধরনের বোরকা আমি সংগ্রহে রেখেছি।’ শুধু হলে বোরকা পরেই নয়, নিউমার্কেট থেকে শুরু করে বিভিন্ন শপিংমলে যাওয়ার জন্যও বোরকা কিনেছেন এই অভিনেত্রী। অপু বলেন, ‘আমি যখন নিউমার্কেট যাই তখন চিন্তা করি, এখানে নারীরা কী ধরনের বোরকা পরে আসেন। ঠিক তাঁদের মতো করেই বোরকা পরে যাই, যাতে সবার সঙ্গে আমি মিশে যেতে পারি। আবার কাঁচাবাজার করতে আগোরায় যখন যাই, তখন ৫০০/৬০০ টাকার বোরকা পরেই আমি যাই।’ ঈদের কোনো মজার স্মৃতি আছে? “গত ঈদে একটা ঘটনা আছে। সেটা শেয়ার করি। আমার তখন ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবিটি মুক্তি পেয়েছিল। ছবি মুক্তির দুই কি তিন দিন পর গুলশানের একটা মার্কেটে আমি ফুলদানি কিনতে গিয়েছিলাম। আমার বোরকা পরা ছিল। পায়ে মোজাও ছিল। এমন সময় খেয়াল করলাম, আমি যে দোকান থেকে জিনিসটা কিনছি, সেই দোকানের বিক্রেতা দুটি ছেলে আমাকে নিয়েই আলাপ করছে। ‘আরে জানিস দোস্ত, অপু বিশ্বাস আগের চেয়ে কত সুন্দর হইছে, হাফ প্যান্টও পরে আবার। ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবিতে তাঁকে যে সেক্সি লাগছে!’ ওদের কথা শুনে আমি মজা পেয়েছি; কিন্তু তখন আমার হাত-পা রীতিমতো কাঁপাকাঁপি করছিল। আমি খুব দ্রুত ফুলদানির টাকা দিয়ে গাড়িতে এসে বসি। আসলে আমি দর্শকের কাছে ১০০% নিরাপদ। কিন্তু কিছু দর্শক দেখে খুব উত্তেজিত হয়ে যায়। তখন পরিস্থিতি আর অনুকূলে থাকে না। আর আমি চাই না, আমার কারণে কোনো দর্শক মনে ব্যথা পাক। তাই নিজেকেই লুকিয়ে রাখি।