Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
11নাটক-টেলিফিল্মের পাশাপাশি টিভি চ্যানেলগুলোর ঈদ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বাংলা সিনেমা। সিনেমা প্রেমীদের জন্য ঈদের দ্বিতীয় দিনের টিভি-চ্যানেলের সিনেমার তালিকা- কুসুম কুসুম প্রেম রিয়াজ, ফেরদৌস, মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, ওমর সানী দুপুর ২-১৫ বিটিভি দেহরক্ষী কাজী মারুফ, ববি, মিলন, কাজী হায়াৎ বেলা ১০-৩০ এটিএন বাংলা আকাশ কত দূরে ফারিয়া, মুস্তফা প্রকাশ বেলা ১০-৩০ চ্যানেল আই মন যেখানে হূদয় সেখানে শাকিব খান, অপু বিশ্বাস বেলা ১২-৩০ একুশে টিভি গরিবের ভাই ইমন, রোমানা, রেসি সকাল ১০-০৫ এনটিভি ভালোবেসে বউ আনব রিয়াজ, শাবনূর সকাল ১০-৩০ দেশ টিভি বলনা কবুল শাকিব খান, অপু বিশ্বাস দুপুর ২-৩৫ আরটিভি আকাশছোঁয়া ভালোবাসা রিয়াজ, পূর্ণিমা সকাল ১০-১০ বাংলাভিশন নিঃস্বার্থ ভালোবাসা সকাল ১০-২০ বৈশাখী খোঁজ দ্য সার্চ অনন্ত জলিল, বর্ষা সকাল ১০-০০ মাছরাঙা কথা দাও সাথি হবে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর সকাল ১০-৩০ চ্যানেল নাইন তোমাকে বউ বানাব শাকিব খান, শাবনূর সকাল ১০-১৫ গাজী টিভি এই তো ভালোবাসা ইমন, নিপুণ, সিদ্দিক সকাল ৯-০০ এশিয়ান টিভি সত্যের মৃত্যু নাই ১০-০৫ এসএ টিভি