Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
35বিনোদন জগতের আলোচিত ও সমালোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও তার আচরণের কারণে সমাজে সমালোচিত তিনি। একেক সময় একেক রকম স্ট্যাটাস দিয়ে চলেছেন হ্যাপি। দেশের অন্যতম আলোচিত ঘটনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করেন নায়িকা নাজনীন আক্তার হ্যাপী।
তবে রূপালী জগতের নায়িকা হলেও সম্প্রতি ধর্মেও মতি ফিরেছেন। কিছুদিন আগে প্রথম বারের মত তাবলীগে অংশ নিয়েছেন হ্যাপি। তাবলীগ থেকে ফিরে তিনি ফেসবুকে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দিয়ে চলেছেন।
ফেসবুকে দেয়া হ্যাপির নতুন স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
এইতো সেদিন ! অথচ, কতগুলো দিন! ধৈর্যের সীমা অনেক আগেই অতিক্রম করেছি। এখনো ধৈর্য ধরেই আছি। নেই ! আমার ক্ষেত্রে এর কোনো শেষ নেই! বিধাতা আমার কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েই চলছে ! ধৈর্য ধরতে না পারলে এতদিনে খুন করে জেলে থাকতাম অথবা আত্বহত্যা করে জাহান্নামের আগুনে পুড়তাম। কিন্তু আল্লাহ আমাকে এতই ভালবাসেন যে আমাকে জোর করে পাশ করিয়ে দিচ্ছেন, ফেল করার কোনো সুযোগই রাখেন নি। আল্লাহর পরীক্ষা যে মানুষের জন্য বড়ই নির্মম হয়, তবে এই পরীক্ষা যত বেশি নির্মম হয় তার ফলাফল হিসাবে ঐ কষ্টের চেয়ে অনেক বেশি সুখ আর উত্তম পুরষ্কার আল্লাহ তায়ালা তুলে রাখেন আখিরাতের জন্য। দুনিয়াতে সুখের দরকার নেই। আমার তো ঐ সুখ দরকার যে সুখের চাবি আমি মৃত্যুকালে সঙ্গে করে নিয়ে যাব, জান্নাতের দরজা খোলার জন্য। ইনাশাল্লাহ! আর আমার সাথে যে বা যারা প্রতারণা,অবিচার, বিশ্বাঘাতকতা,মিথ্যা অপবাদ দিয়েছে ও অপমান করেছে তাকে বা তাদেরকে আরও সুযোগ করে দাও সেগুলো করার জন্য,ও দুনিয়াতে আরও সম্মানিত কর। এবং তুমি সেটাই করো ।তুমি অবশ্যই ন্যায় বিচারক। সুবাহানাল্লাহ!