Sat. Aug 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
36বোরখা পরে একটি ব্যান্ডের প্রধান গিটারিস্ট হিসেবে কাজ করেন। তাও আবার মুসলিম নারী। মেটাল গিটারিস্ট হিসেবেই তিনি তার প্রফেশন শুরু করেছেন। যদিও বয়স ৪২। উদ্দেশ্য বোরখার স্বীকৃতি। অর্থাৎ বোরখা পরে শুধু ধর্ম-কর্ম নয় বরং অন্য কিছুও করা যায় সেটাই তিনি প্রমাণ করতে চান।
জিসেলি মেরি। ব্রাজিলের সাওপাওলোতে থাকেন। সেখানেই ব্যান্ড দল ‘স্পেকট্রাম’-এ কাজ করেন। ২০১২ সালে স্পেকট্রাম যাত্রা শুরু করেছে। প্রথম অ্যালবাম তৈরির কাজ করছে দলটি।
মেরি জার্মানির এক ক্যাথোলিক খ্রিস্টানের ঘরে বড় হন। কিন্তু ২০০৯ সালে তার বাবা মারা যাওয়ার পর ইসলাম গ্রহণ করেন। তিনি বলেছেন, তার পেশাকে কেউ ইতিবাচক আবার অনেকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন। তবে যে যেভাবেই নিক, ডেইলি মেইলকে তিনি বলেন, ‘সংগিতই আমার চিন্তা-চেতনার জগত।’

ভিডিও

অন্যরকম