খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
বছরজুড়ে শুটিং আর শুটিং, ফুরসত মেলে কালেভদ্রে। ঈদে মেলে কাক্সিক্ষত অবসর। দিনটি কেউ কেবল পরিবারের জন্য বরাদ্দ করে রেখেছেন, কেউ আবার নিজেকে খুঁজে ফিরেছেন টিভির পর্দায়।
নায়করাজের সাদামাটা ঈদ
অভিনেতা রাজ্জাকের ঈদ কাটছে একেবারেই সাদামাটাভাবে। কদিন আগেই ফুসফুসের সংক্রমনে মৃত্যুর সঙ্গে লড়াই করে এসেছেন। তাই চিকিৎসক আর পরিবারের বিধিনিষেধের বেড়াজালে আটকে থাকতে হচ্ছে তাকে।
রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানালেন, “বাবা সারাদিন বাসায় ছিলেন। সকালে আব্বা-ভাইয়াকে নিয়ে একসঙ্গে ঈদের নামাজ পড়েছি, কুরবানি দিলাম। আমাদের ছেলেমেয়েদের নিয়েই আব্বা মেতেছিলেন সারাবেলা।”
বাবাকে সময় দিতেই সম্রাট ও তার বড় ভাই অভিনেতা, পরিচালক বাপ্পরাজ সারা দিন লক্ষ্মীকুঞ্জেই থেকেছেন। দুপুরের পর থেকেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে চলেছে আড্ডা।
উপন্যাসে ডুবে থাকা ঈদ মামুনুর রশীদের
অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদের ঈদের দিনটি কেটেছে সতীনাথ ভাদুড়ীর একটি উপন্যাস পড়ে। সারাবেলা উপন্যাসেই বুঁদ হয়ে ছিলেন। ওদিকে কুরবানির আয়োজন চলছে, কিন্তু তাতে মন নেই তার। সন্ধ্যাবেলা এসেছেন তার এক ডাক্তার বন্ধু। তার সঙ্গেই মেতেছিলেন ঈদের সন্ধ্যায়।
নুসরাত ফারিয়ার ‘স্পেশাল’ ঈদ
মডেল, অভিনেত্রী নুসরাত ফারিয়ার কাছে এবারের ঈদ ‘খুব স্পেশাল’। ঈদ-উল-আযহাতেই মুক্তি পেয়ে গেল তার অভিনীত প্রথম ছবি ‘আশিকি’। প্রথম দিন প্রেক্ষাগৃহে না গেলেও দিনটি কেটেছে চিন্তায়।
“যদিও আজ আমি প্রেক্ষাগৃহে যাচ্ছি না, কিন্তু আমি সারাবেলা খুব টেনশনে আছি। সিনেমাটি কেমন গেল, সেই রিপোর্ট না আসা অবধি আমার স্বস্তি নেই।”
নুসরাত ঈদের দিনটি বরাদ্দ রেখেছেন তার পরিবারের জন্য। ঈদের ছুটিতে ‘আশিকি’র প্রযোজক সংস্থা জাজ মাল্টিমিডিয়া বন্ধ রয়েছে। জাজ খুললে তাদের নিয়ে নুসরাত ছুটবেন প্রেক্ষাগৃহে, দেখা দেবেন তার ভক্ত-অনুসারীদের।
বাবা আর বোনকে খুব মিস করছি : ববি হক
ববি অভিনীত ‘রাজাবাবু’ সিনেমাটি মুক্তি পেয়েছে এই ঈদে। তার উপর বাবা গেছেন হজে, তাই চিন্তার কোনো শেষ নেই তার। অস্ট্রেলিয়া প্রবাসী বড় বোনও এবার ঈদে বাড়ি আসেননি। তাই খুব মন খারাপ ববির।
“বাবা পবিত্র হজ্জ্ব পালনে মক্কায় অবস্থান করছেন। বোনও আসছে না। মন খারাপ লাগছে।”
ববি জানালেন, নিজের অভিনীত ‘রাজাবাবু -দ্য পাওয়ার’ সিনেমাটি দেখতে ছদ্মবেশে বেশ কটি সিনেমা হল তিনি ঘুরে এসেছেন। আর বাকিটা সময় দিয়েছেন মা আর ছোট বোনকে। ঈদের দ্বিতীয় দিন তাদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
বাসায় চলছে ‘শর্মীমালা চলচ্চিত্র উৎসব’
২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শর্মীমালা ঈদের দিন বাসার বাইরে বের হননি। কুরবানির পর্বে না থাকলেও হেঁসেলে ঠিকই গিয়েছেন। দিনভর পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়েছেন।
এদিকে তার অভিনীত সিনেমা ‘জালালের গল্প’ যাচ্ছে অস্কারে, গেল ঈদে মুক্তি পেয়েছিলো তার অভিনীত ‘নদীজন’ সিনেমাটি। আর জাতীয় পুরস্কার এনে দেওয়া সিনেমা ‘মৃত্তিকা মায়া’ তো রয়েছেই। শর্মীমালাদের বাসায় এখন চলছে শর্মীমালা চলচ্চিত্র উৎসব।
ঘরবন্দি আজিজুল হাকিম
ঈদের সারাদিন ঘরেই কাটিয়ে দিলেন অভিনেতা, নির্দেশক আজিজুল হাকিম। সকালে ঈদের নামাজ পড়ে সেই যে ঘরে ঢুকলেন আর বের হলেন না। ঈদের পরদিন স্বপরিবারে একটি অবকাশযাপন কেন্দ্রে যাচ্ছেন বলে জানালেন ।
আত্মীয়দের বাসায় ঢুঁ বিজরীর
কুরবানির মাংস বিলিবণ্টন করে দুপুরের পর ঢুঁকেছেন হেঁসেলে। পাকা গৃহিণী বিজরী বরকতউল্লাহর ঈদ কেটেছে ভীষণ ব্যস্ততায়। তবে বিকাল হতেই স্বামী অভিনেতা ইন্তেখাব দিনারকে নিয়ে তিনি ছুটেছেন আত্মীয়দের বাসায়। রাতে ঘরে ফিরে নিজেদের অভিনীত ঈদ নাটক দেখেছেন।
স্বামী-সন্তান নিয়ে দীপার সারাবেলা
অভিনেত্রী দীপা খন্দকারের বাসা ঈদ উপলক্ষে খুদেদের দখলে। কুরবানির পর্ব মেটানোর পর তাদের সামাল দিতে দিতেই দিন কেটে গেছে। বিকাল হতে তার বাসায় দল বেঁধে এসেছেন আত্মীয়রা। রাতে নিজের অভিনীত নাটকগুলো দেখেছেন স্বামী অভিনেতা শাহেদ আলী সুজনকে নিয়ে।
দিনভর কাটাকাটিতে রতœা
চিত্রনায়িকা রতœা কবীর সারাদিন ব্যস্ত ছিলেন কুরবানির মাংস কাটাকাটিতে। মা আর ছোটভাইকে নিয়ে কুরবানির পর্ব মিটিয়েছেন। বেলা গড়ানোর সঙ্গে তার ব্যস্ততাও বেড়েছে।
নিজের নাটকে মগ্ন ভাবনা
‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পর ভাবনা আবারও ফিরেছে টিভি নাটকে। অনিমেষ আইচের ‘অনুগমন’, ‘ডায়মন্ড অ্যান্ড ডলার’, ‘আহা কি সুন্দর’ এবং ‘বুবনের বাসর রাত’ নাটকে অভিনয় করেছেন। ‘অনুগমণ’ নাটকে মেইক আপ ছাড়াই অভিনয় করেছেন তিনি। ঈদের পুরো দিনটি ভাবনার চোখ তাই ছিল টিভির পর্দায়।
লাইভ অনুষ্ঠানে শায়লা সাবি
কুরবানির ঈদটা সাধারণত ঘরেই কাটান, কিন্তু একটি এফএম রেডিওর লাইভ অনুষ্ঠানে অংশ নিতে অভিনত্রী শায়লা সাবিকে বের হতেই হল। সাবি জানালেন, লাইভ অনুষ্ঠানের পর সোজা ঘরে ফিরবেন তিনি। কোনো বন্ধু না, কোনো আড্ডা না, ঈদের দিনটি সাবি কাটাবেন মায়ের সঙ্গেই।
বন্ধু-আড্ডায় মাতোয়ারা শিরিন শিলা
ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী শিরিন শিলার বন্ধুতালিকা অনেক লম্বা। বন্ধুদের সঙ্গে কখন আড্ডা দেবেন, কোথায় যাবেন ঘুরতে – এসব করেই দিন কাটিয়েছেন।
কুরবানির দৃশ্য সহ্য করতে পারেন না তুষ্টি
অভিনেত্রী, মডেল শামীমা তুষ্টি কুরবানির দৃশ্য একেবারেই সহ্য করতে পারেন না। বললেন, “রক্ত আমি একদম দেখতে পারিনা। তাছাড়া এখন কুরবানি ঠিক ওই অর্থে হয় না, হচ্ছে লোক দেখানোর কুরবানি, চলে বেশি টাকা দিয়ে পশু কেনার প্রতিযোগিতা।” জানালেন, ঈদে তেমন বিশেষ কিছু করছেন না, সারাদিন বাসাতেই ছিলেন। নিজের অভিনীত নাটকগুলো দেখছিলেন দিনভর।