খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
টেলিভিশনে রিয়েলিটি শো বিগ বস-এর প্রতিযোগী হিসেবে যোগ দিয়ে ভারতে তার পরিচিতি তৈরি হয়। আর সেই জনপ্রিয়তাকে ভর করে ভারতের শোবিজ জগতে আসেন সানি লিওন। পর্ন ক্যারিয়ার ছেড়ে বলিউডে পা রাখলেও পুরানো ইমেজ তাকে কিছুতেই ছাড়ছে না। তার অতীত নিয়ে কাটাছেঁড়া করার জল্পনা খোদ রুপালি পর্দাতেই। তাকে নিয়েই একটা সিনেমা করার পরিকল্পনা চলছে বলে জানা গেছে। আর এতে যথেষ্ট ক্ষুব্ধ সানি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তারা মনে করছেন, সানিকে অপমান করার চেষ্টা এটা।
জানা গেছে, সি-গ্রেড সিনেমার পরিচালক কান্তি শাহ একটি ছবি করবেন। যার নাম ‘ম্যায় সানি লিওন বননা চাহতি হুঁ’। ছবির নাম শুনে বিষয়টা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। সানির পর্ন ক্যারিয়ারের সাফল্য, সেখান থেকে তার বলিউডি উত্থান- এ সব কিছুই থাকবে ওই সিনেমায়। আর এতেই বেজায় চটেছেন সানি। তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সানি মনে করেন, তিনি এমন কিছুই করেননি যাতে তার জীবনকে বড় পর্দায় তুলে ধরতে হবে। পর্ন ক্যারিয়ারে একজন পেশাদার হিসাবে নিজের কাজ করেছেন মাত্র। কিন্তু সেটাই বড় করে দেখানো হচ্ছে। তার বলিউডে শক্ত জমি পাওয়ার লড়াইয়ের কথা কেউ মাথাতেই রাখছে না। সানির ঘনিষ্ঠ মহলের খবর, এই ঘটনায় সানি এতটাই রেগে গিয়েছেন যে ওই পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও ভাবছেন।
যদিও এ ব্যাপারে সানি এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। মুখ খোলেননি কান্তিও। আপাতত এ নিয়ে বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া।
‘বিগ বস’ এর হাত ধরে প্রথম শোবিজ দুনিয়ায় পা রাখেন সানি লিওন। এরপর ‘এর পহেলি লীলা, ‘মস্তিজাদে’, ‘জিসম-২’ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সুযোগ পেয়েছেন দক্ষিণী ছবিতেও। কর্ণ জোহরের আগামী ছবিতে একটি ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাকে। সব মিলিয়ে ‘ম্যায় সানি লিওন বাননা চাহতি হুঁ’ তৈরির সিদ্ধান্ত নিয়ে সানিকে কান্তি পরোক্ষে অপমান করেছেন বলেই মনে করছেন বলিউডের একাংশ।