খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
গল্পের শুরুটা ‘বাচনা অ্যায় হাসিনো’ থেকে। এখন সেটা ঠেকেছে ‘তামাশা’ ছবি পর্যন্ত। বলা হচ্ছে বলিউডের একসময়ের প্রেমিক জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়–কোনের কথা। দুজনের মধ্যে প্রেম হয়েছে। আবার শেষও হয়ে গেছে। একে অন্যের পথ থেকে সরে গেছেন অনেক আগেই। নিজেদের নতুন পথও বেছে নিয়েছেন আলাদা আলাদাভাবে। তবে বাস্তব জীবনের রোমান্স শেষ হলেও ইতি ঘটেনি তাদের পর্দারোমান্সের। একের পর এক ছবিতে অভিনয় করেই যাচ্ছেন। শুধু এখানেই থেমে নেই সাবেক এই প্রেমিকজুটি। রোমান্সের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিতে চুম্বনও থাকছে সেখানে। তবে তাদের এই চুম্বন পর্ব ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সে কথাই ফের নতুন করে প্রমাণ করল ইমতিয়াজ আলির নতুন ছবি ‘তালাশ’-এর ট্রেইলার। জানা গেছে ছবিতে খুব একটা চমক নেই। গল্পটাও সেই আগের ধাঁচের। তফাতের মধ্যে রয়েছে দূর্দান্ত বিদেশী লোকেশন! ফ্রান্সের প্রত্যন্ত নিসর্গে হট অ্যান্ড হ্যাপেনিং বেদের সঙ্গে দেখা হয় উচ্ছ্বল মোনা ডার্লিংয়ের! বেদের মোনাকে যে ভাল লেগে যায়, তাতে আর নতুন কী! এবং মোনারও যে বেদকে মনে ধরে, সেটাও এমন কিছু আশ্চর্য নয়! তার পর তারা জুটি বেঁধে পাড়ি দেয় কর্সিকায়। ধীরে ধীরে একে অপরকে একটু একটু করে জানতে থাকে, চিনতে থাকে। তার পরেই প্রেম। এভাবেই এগিয়ে যাবে ছবিটির গল্প। ট্রেইলার দেখার পর অনেকের মুখে শোনা গেছে ‘তামাশা’ একঘেয়ে গল্প। তবে এই একঘেয়েমির মধ্যেই ছবির ট্রেইলারে যোগ হয়েছে দু’ দু’টো চুমু! দীপিকা আর রণবীরের প্রথম চুমু পর্দায় দেখা গিয়েছে ট্রেইলারের মাঝামাঝি। পরেরটা এসেছে ট্রেইলারের শেষে! অবশ্য, এতেও ভেবে দেখলে নতুন কিছু নেই। দীপিকা আর রণবীরের সেলুলয়েড চুম্বন-পর্ব বরাবরই বলিউডে একটা চর্চার বিষয়। সেই ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবি থেকে পর্দায় চুমু খাওয়া শুরু করেছিলেন এই জুটি। দ্বিতীয়বার তারা একে অপরকে ছলোছলো চোখে চুমু খেয়েছিলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে। তবে এবার ‘তামাশা’য় তাদের চুমু খাওয়া দারুণভাবে টেক্কা দিয়েছে আগেরগুলোকে!