খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
ফেসবুক কমেন্ট নিয়ে বিপাকে অমৃতা খান। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌছানো অল্প কিছু চিত্রনায়িকার মধ্যে অমৃতা খান অন্যতম। ফেসবুকে নায়িকার স্ট্যাটাসেও কমেন্ট করবেন ভক্তরা এটাই স্বাভাবিক। অমৃতারও এতে কোনো আপত্তি নেই। কিন্তু বিপত্তি ঘটে যখন কেউ তার স্ট্যাটাসের নিচে গিয়ে উল্টা-পাল্টা আর বাজে কমেন্ট করে আসেন।
অমৃতার ফেসবুক পেইজে ইদানিং আজেবাজে কমেন্ট করতে দেখা যাচ্ছে। ভক্তরা তাকে নিয়ে খুব মজা করে নিজের কথা জানিয়ে দিচ্ছে। মন্তব্য পড়ে চটে গেছেন অমৃতা। বাজে কমেন্টের কারণে কথা শুনতে হয় পরিবারের কাছেও।
ভক্তদের উদ্দেশ্যে অমৃত নিজেই একটি স্ট্যাটাসও দিয়েছেন, কিছু মানুষের কাছে একটা অনুরোধ ফেসবুকে যদি ভাল কমেন্ট করতে না পারেন তাহলে অন্তত খারাপ কমেন্ট করবেন না। একটা কমেন্ট দেওয়ার আগে ১০০ বার চিন্তা করুন। আমার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছে, কথা শুনতে হচ্ছে।
শেষে অমৃতা বলেন, আমি সত্যিই দুঃখিত আমি যাদের চিনি না কোনোভাবেই ফেসবুকে তাদের ফেসবুকে অ্যাড করতে পারবো না। ফ্যান বলেন আর যাই বলেন।