Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
12যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ বিভিন্ন দেশের নিরাপত্তা (আইনশৃঙ্খলা পরিস্থিতি) বিষয়ক সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ! শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ এই সূচক প্রকাশ করে। সূচকে বিশ্বব্যাপী মানুষের ব্যক্তিগত নিরাপত্তা মাপকাঠি ও তাদের অভিজ্ঞতায় আইনশৃঙ্খলা প্রয়োগের কথা উঠে এসেছে। গ্যালাপের প্রতিবেদনটি তৈরির জন্য ২০১৪ সালে ১৪১ দেশের এক লাখ ৪২ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। মূলত তিনটি প্রশ্ন করা হয় জরিপে অংশগ্রহণকারীদের : ১. আপনার শহর বা এলাকার পুলিশের ওপর কি আপনার আস্থা আছে? ২. শহরে বা আপনি যেখানে থাকেন, সেখানে রাতে হাঁটতে আপনি কি নিরাপদ বোধ করেন? ৩. গত ১২ মাসে আপনার বা প্রতিবেশীর কারো কি অর্থ বা সম্পত্তি চুরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর ও বাহ্য পদক্ষেপের মধ্যে পারস্পরিক জোরদার সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছে গ্যালাপ। সংস্থাটি জানিয়েছে, প্রতি ১০ জনে ছয়জন বলেছেন, স্থানীয় পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে। সূচকে সবচেয়ে বেশি স্কোর করেছে সিঙ্গাপুর ৮৯। সবচেয়ে কম ৪০ স্কোর করেছে লাইবেরিয়া। অর্থাৎ সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো, লাইবেরিয়ার সবচেয়ে খারাপ। গ্যালাপের প্রতিবেদনে- বাংলাদেশের স্কোর ৭৮, একই স্কোর মিসর, জাপান, তাইওয়ান, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের। ভারতের স্কোর ৬৭ এবং পাকিস্তানের ৬০। অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র (৭৭), ফ্রান্স (৭৫), মেসিডোনিয়া (৭৫), ক্রোয়েশিয়া (৭৩), গ্রিস (৭২), ইতালি (৭১), পোল্যান্ডের (৭০) আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের চেয়ে খারাপ।