খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
বলিউড তারকারা থাকেন একেক প্রাসাদোপম বাংলো বাড়িতে কিংবা ফ্ল্যাটে। বিলাস যাপনের কোনো কমতি নেই সেখানে। তবে আরাম-আয়েশের দিকে নজর রেখে পরিবেশের কথা বেমালুম ভুলে গেলে তো চলে না। অনিল কাপুর, জুহি চাওলা, জিতেন্দ্রর মতো তারকাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁদের বাড়ি নাকি ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে। এনডিটিভির খবরে জানা গেল, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, সঙ্গে জরিমানা। বৃহনমুম্বাই মিউনিসিপ্যালিটি করপোরেশনের (বিএমসি) কীটনাশকবিষয়ক বিভাগ এরই মধ্যে অনিল কাপুর, জিতেন্দ্র, জুহি চাওলা এবং গায়ক অমিত কুমারের কাছে সতর্কতা প্রদানকারী নোটিশ পাঠিয়েছে। তাঁদের বলা হয়েছে, এ বিষয়ে যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নিতে। শুধু তা-ই নয়, নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার না রাখার বিষয়ে তাঁদের তিরস্কার করা হয়। যাঁদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বিভিন্ন বিচারে তাঁদের প্রত্যেককেই দুই হাজার থেকে ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা গুনতে হবে। বিএমসির কীটনাশক বিভাগের কর্মকর্তা রাজন নারাইনরেকার বলেন, ‘জানুয়ারি থেকে বিএমসি মশার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছে। এই শিল্পীরা তার পরও কোনো ধরনের সতর্কতা অবলম্বন করেননি। তাঁরা যদি নিজেদের বাড়িতে ডেঙ্গুর প্রজনন রোধ করতে ব্যর্থ হন, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে, এই শহরে ডেঙ্গু মশার ৯০ শতাংশের প্রজনন হয় উঁচু উঁচু বিল্ডিং আর বাংলোগুলোতে।’ ২০১৫ সালে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় মুম্বাইয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। ৪৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।