Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
45হলিউডের গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশের হুমকি দিয়েছেন তার প্রথম স্বামী ওজানি নোয়ার ব্যবসায়ের এক অংশীদার।
এড মেয়ের নামে ওই ব্যবসায়ীর দাবি, ওজানি নোয়ার সঙ্গে হনিমুনে গিয়ে ওই ভিডিওটি রেকর্ড করেন জেনিফার। সেখানে রোমান্টিক মুহূর্তে বেশ খোলামেলা পোশাকেই দেখা গেছে তাকে। বিশেষত সে সময় হোটেলে তোলা কিছু ছবি জেনিফারের ভক্তদের বেশ ধাক্কা দেবে।
এই সেক্স টেপটি নিয়ে দীর্ঘ ছ’বছর ধরে মামলা চলছে। সুতরাং বিষয়টি আদালতের আওতায় রয়েছে। এ অবস্থায় এই ভিডিওটি কি প্রকাশ করা সম্ভব?
এমন প্রশ্নের জবাবে মেয়ের জানিয়েছেন, শেষবার শুনানির সময় আদালতে দাঁড়িয়ে ওই ভিডিওটির ওপর থেকে নিজের যাবতীয় স্বত্ব তুলে নিয়েছিলেন জেনিফার। ফলে তা এখন জনসমক্ষে প্রকাশ করতে আর কোনও বাধা নেই।
কিন্তু হঠাৎ জেনিফারের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনার তাগিদ কেন মেয়রের? এ বিষয়ে ওজানির কি কোনও স্বার্থ রয়েছে?
সে প্রশ্নকে এড়িয়ে গিয়ে মেয়ের বলেন, ওই ভিডিওটি দেখলে ওজানি-জেনিফারের বিয়ের নেতিবাচক দিকটি সম্পর্কে ভাল করে বুঝতে পারবেন সকলে।
গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি জোনিফার। তবে ওই ভিডিও প্রকাশ্যে এলে জেনিফারের অস্বস্তি বাড়বে বলেই মনে করা করছেন অনেকে।