খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
নতুন রূপে পর্দায় আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। ঈদ উপলক্ষে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ সিনেমার একটি গান মুক্তি পেয়েছে। আর তাতেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী জয়াকে পাওয়া গেছে নতুনভাবে। গানটিতে তার নায়ক শাকিব খান।
সাফিউদ্দিন সাফি পরিচালিত এই সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষাবধি সরে আসে। ২৪ সেপ্টেম্বর ছবিটির একটি গান ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছে। শাকিব ও জয়া জুটির এই গানটি দেখা হয়েছে ৮ লাখেরও বেশিবার। ‘তোকে ছাড়া ভালো লাগে না’ শিরোনামের গানটিতে এই দুই তারকার রসায়ন দর্শকের ভালো লাগবে বলে জানান নির্মাতা সাফি। কবির বকুলের কথায় শওকত আলী ইমনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা। অচিরেই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।