খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্ব জুড়ে নাম ডাক যার। তাকে দেখতে কে না চায়। এক পলক দেখার জন্য হুমড়ি দিয়ে পড়ে লাখ ভক্ত। আর যদি হয় মেয়ের বান্ধবী তাহলে তো এই বাদশা নিজেই গিয়ে দেখা দিবেন। আর ঠিক এমনটি ঘটালেন কিং খান নিজেই। মেয়ের বাদী পুরনে লন্ডনে শুটিং নিয়ে ব্যস্ত সময়ের মাঝে মেয়ে সুহানার বান্ধীদের সাথে ২৬ সেপ্টেম্বর মেয়ে ও মেয়ের বান্ধবীদের সঙ্গে স্পেশাল লাঞ্চে গিয়েছিলেন তিনি। মজা, আড্ডায় লাঞ্চ আওয়ার জমিয়ে দিয়েছিলেন কিং খান। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর এক সঙ্গে ছবিও তুলেছে সুহানা এবং তার বন্ধুরা।
তবে ফ্রেমে দেখা যাচ্ছে না শাহরুখকে। কারণ, তিনিই ফটোগ্রাফার। সেই ছবি নিজের টুইটারে শেয়ারও করেছেন বাদশা। তিনি লিখেছেন, প্রত্যেক মেয়ের দারুণ একটা ছবির পিছনে তার বাবার হাত থাকে..। লাভলি ইয়াং লেডিস’দের সঙ্গে লাঞ্চ করে দারুণ লাগল।
বলিউডে গুঞ্জন, শাহরুখের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামের মধ্যে একমাত্র সুহানাই অভিনয়ে আসতে চান।