খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
‘আল্লাহ, মানুষের এত ভালোবাসা আমি কোথায় রাখি, ধন্য আমার জীবন। ভক্তরা আমাকে ভালোবাসে, সেটা জানতাম। কিন্তু তারা যে এতটা ভালোবাসে, তা জানতাম না। তাদের এ ভালোবাসায় দায়িত্ব আরো বেড়ে গেল।’ কথাগুলো বলছিলেন পরী মণি, কারণ ভক্তদের ভালোবাসার প্রাচুর্যে তিনি নানাবাড়ি থেকে বেরোতেই পারেননি ঈদের কদিন। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছানোর পর থেকেই নিজের নানাবাড়িতে একরকম অবরুদ্ধ অবস্থায় সময় পার করছেন তিনি। ঈদের আনন্দ ভাগ করে নিতে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল যান পরী। হেলিপ্যাডে নামার পরপর শুরু হয়ে যায় ভক্তদের আনাগোনা। কেউ কেউ তো আবার শুভেচ্ছা স্লোগান দিয়ে পরীকে বরণ করে নেন। ঈদের দিন ও এর পরের দিন, এমনকি আজো ঘর থেকে বেরোতে পারছেন না তিনি।
বরিশালের বিভিন্ন এলাকা থেকে লোক আসছে আর তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করছেন। অনেক ঘুরে বেড়ানোর ঈচ্ছা থাকলেও একদমই সম্ভব হচ্ছে না। নানাবাড়ি নিয়ে এনটিভি অনলাইনকে পরী মণি বলেন, ‘আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। এখানকার স্কুলে পড়াশোনা করেছি। অনেক মানুষের সঙ্গে অনেকভাবেই পরিচয় হয়েছে। আমার অভিনয়েরও ভক্ত তৈরি হয়েছে এখানে। তাঁরা আমাকে এসে উৎসাহ দিচ্ছেন। বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে। আমি পথচলার প্রেরণা পাচ্ছি।’
ছোটবেলায় বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানাকে হারানোর পর পরী মণি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন তিনি। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। এরপর যুক্ত হন নাটক ও চলচ্চিত্রের সঙ্গে।