Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
34আপকামিং দিলওয়ালে সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে রোহিত শেঠী পরিচালিত এবং শাহরুখ-কাজল ও বরুণ ধাওয়ান-কৃতি স্যানন অভিনীত দিলওয়ালে সিনেমাটি।
এই ব্যস্ততার মধ্যে শাহরুখ সময় বের করলেন বলিউডের নতুন মুখ জোয়া মোরানির জন্য। গত শুক্রবার ভাগ জনি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে নতুন এ অভিনেত্রীর। সিনেমাটিতে জোয়ার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা কুনাল খেমু।
জানা গেছে, জোয়া মোরানি শাহরুখের খুবই ভক্ত। তাই হায়দ্রাবাদে দিলওয়ালে সিনেমার শুটিং সেটে শাহরুখের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানান নতুন এ অভিনেত্রী। শাহরুখ তাকে নিরাশ করেননি। ব্যস্ততার ফাঁকে সময় বের করেন জোয়ার জন্য।
জোয়া জানিয়েছেন, দিলওয়ালে সিনেমার পরিচালক রোহিত শেঠী, অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান এবং শাহরুখ খান তার ভাগ জনি সিনেমার জন্য তাকে শুভ কামনা জানিয়েছেন।
জোয়া বলেন, ‘শাহরুখ স্যার আসলেই মহান। তিনি তার ব্যস্ত সময়ের মধ্যে আমার জন্য সময় বের করেছেন এবং দেখা করেছেন। শাহরুখকে আমি সবসময়ই আমার অনুপ্রেরণা বলে করি কারণ তিনি কাজের প্রতি অধ্যবস্যায়ী ও কঠিন পরিশ্রমী। আমি তার মতো পরিশ্রমী হতে চাই।’
জোয়া আরও বলেন, ‘আমি দিলওয়ালে টিমকে ধন্যবাদ জানাই, আমার মতো একজন নবাগতাকে সুন্দর সময় দেওয়ার জন্য। আমি নিশ্চিত দিলওয়ালে এ বছরের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা হবে।’