খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
১৭ বছর আগে ব্রিটেনের বিনোদন জগতের দুই শীর্ষ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম আর স্পাইস গার্লসের সঙ্গীত তারকা ভিক্টোরিয়া অ্যাডামসের বিয়ে ছিল রূপকথার মত।
রূপকথার এই বিয়ে হয়েছিল ১৯৯৯ সালের ৪ জুলাই । কিন্তু এখন কি সেই দম্পতি তাদের সংসার জীবনে ক্রমশ: জৌলুষ হারাচ্ছে!
ডেভিড বেকহ্যাম এবং ভিক্টোরিয়ার সংসারে আগুন লেগেছে? হ্যাঁ, বাতাসে গুঞ্জন তেমনই। ২০১৩ থেকেই নাকি বেকহ্যাম দম্পতির মধ্যে মন কষাকষি চলছে। যে কোনও সম্পর্কেই চড়াই-উতরাই আসে। কিন্তু, এক্ষেত্রে দিন দিন পথটা যেন রুক্ষ হচ্ছে। তারা দু’জনে নানা কাজে দুনিয়া ঘুরেন। এই তারকা যুগলের সর্বশেষ দেখা হয়েছে ভিক্টোরিয়ার বুটিক হাউসের একটি পোশাক প্রদর্শনী অনুষ্ঠানে। দিন কয়েক আগে লন্ডনে যে ফ্যাশন সপ্তাহ হয়ে গেল সেখানে তারা তাদের বড় ছেলে সহ হাজির হন। ১ঋ৬উ৯ঋউই০০০০০৫৭৮-০-রসধমব-ধ-২৮থ১৪৪৩২১৮১৬৪৩২৩
আর পাঁচটা সাধারণ দম্পতির মতো হলেও, অনেক আগেই নাকি ছাড়াছাড়ি হয়ে যেত দুজনের। নিজেদের ভাবমূর্তি এবং বেকহ্যাম ব্র্যান্ডের কথা ভেবেই সর্ম্পকটা এখনও আছে, তবে দু’জনেই আলাদা থাকেন একে অন্যের কাছ থেকে। তবে, সেটাও খুব বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয়।
কিছুদিন আগেই ভিক্টোরিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের সম্পর্কের চড়াই-উতরাই পথ পেরুতে হচ্ছে। তবে পেশাদার জীবনে আমরা একে-অন্যকে শ্রদ্ধা করি।’
অনেকের মতে চার ছেলেমেয়ের জন্য একসঙ্গে আছেন এই দুই সেলিব্রেটি। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিচ্ছেদ অনিবার্য। কারণ, সব কিছুরই একটা সীমা থাকে। সেই সীমা বোধহয় অতিক্রম করে ফেলেছেন ডেভিড এবং ভিক্টোরিয়া।
ইদানিং তাদের এক সঙ্গে দেখা গেলেও হাসিমুখ নয়, গম্ভীর যেন কোনো শোক অনুষ্ঠানে যাচ্ছেন তারা যোগ দিতে এমনই মনে হয়।