Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
36এবারের পূজোয় টালিউডে মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী অভিনীত দুইটি সিনেমা। এ নিয়ে নাকি খুব একটা স্বস্তিতে নেই জনপ্রিয় এ অভিনেত্রী। বরং ডাবল সিনেমা রিলিজে খানিকটা টেনশনেই আছেন তিনি।
জানা গেছে, এবার পূজোয় শ্রাবন্তীর দুইটি সিনেমা মুক্তি পেতে চলেছে। একটি বিরসা দাশগুপ্তর শুধু তোমারই জন্য। অন্যটি রাজ চক্রবর্তীর কাটমুন্ডু। দুটোই মাল্টিস্টারার ছবি। একটিতে শ্রাবন্তীর সঙ্গে আছেন দেব, সোহম, মিমি। অন্যটিতে আছেন আবির, সোহম, রুদ্রনীল, মিমি। দুইটি সিনেমাই যে জমকালো তা আর বলার অপেক্ষা রাখে না।
দুইটি সিনেমা ঘিরে তাই প্রত্যাশাও কম নয়। তাই একই দিনে দুইটি সিনেমার মুক্তি ঘিরে খানিকটা টেনশনেই আছেন শ্রাবন্তী। ‘এবারের পূজোটা সত্যি ভীষণ স্পেশাল। একই দিনে দুইটি সিনেমা রিলিজ হচ্ছে। টেনশনেও আছি তাই।’ বললেন শ্রাবন্তী।
তবে বাঙালি দর্শকের ওপর তার ভরসা আছে। যে দর্শক তাকে বরাবর ভালোবাসা দিয়েছেন, তাদের ওপরেই টেনশন কাটানোর ভারও ছেড়ে দিয়েছেন তিনি। ‘আমাদের দর্শকরা, যারা আমাদের ভালবাসে আশা করি তারা দুইটি সিনেমাকেই ভালো অবস্থানে নিয়ে যাবেন।’ আশা শ্রাবন্তীর।
দুইটি সিনেমা দুই ঘরানার। শুধু তোমারই জন্য সিনেমটি যেখানে সম্পর্কের টানাপোড়েন, চিরন্তন ভালোবাসার ধারণা নিয়ে নাড়াচাড়া, সেখানে কাটমুন্ডু সিনেমাটি খানিকটা মজার ছলে বর্তমান সময়ের সিরিয়াস এক ইস্যুর দিকে মুখ ফেরানোর প্রয়াস।
শ্রাবন্তী বলেন, তার ভরসা দর্শকরা। টেনশন থাকলেও, দর্শকের ভালোবাসাতেই তা কাটবে বলে আশা তার।
শ্রাবন্তীর এ দুইটি সিনেমা ছাড়াও টালিউডে এবারের পূজোয় মুক্তি পেতে চলেছেন আরও তিনটি সিনেমা। সেগুলো হচ্ছে- সৃজিত মুখার্জির রাজকাহিনি, অঞ্জন দত্তর ব্যোমকেশ এবং অভিজিৎ গুহ-সুদেষ্ণা রায় জুটির ক্রস কানেকশন।