Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
73“এবারের ঈদ আমার জন্য ডাবল আনন্দ নিয়ে এসেছে। বড়পর্দায় নিজেকে দেখব বলে খুবই উত্তেজনায় ছিলাম। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। প্রথম দিন যমুনা ব্লকবাস্টারে গিয়ে লুকিয়ে লুকিয়ে দর্শকের সঙ্গে বসে ‘আশিকী’ দেখেছি।”— এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নুসরাত ফারিয়া।
ঈদে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হল জনপ্রিয় এ মডেল ও উপস্থাপিকার। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দেখেছেন ফারিয়া। তবে দর্শকরা টের পায়নি। কারণ লুকিয়ে নিজের অভিনয় দেখেছেন তিনি। তা নিয়ে নবাগত নায়িকার যত উচ্ছ্বাস।
ফারিয়া আরও বলেন, ‘যারা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এমন অনেককেই দেখেছি হলে। বাংলা সিনেমার সুদিন আবার ফিরে আসছে— এমন মন্তব্য শুনেছি একজন দর্শকের কাছ থেকে। সব মিলিয়ে এবারের ঈদ আমার জন্য ডাবল আনন্দ নিয়ে এসেছে।’
এদিকে জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকন বলেন, “এখন পর্যন্ত দেশের সবগুলো সিনেমা হলেই হাউলজফুল প্রদর্শনী হচ্ছে। ঢাকার বাইরেও দর্শক আগ্রহ দেখে মনে হচ্ছে দারুণ ব্যবসাসফল হবে ‘আশিকী’।”