Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
71আন্তর্জাতিক অঙ্গনে গায়িকা হিসেবে কাজ করার অভিজ্ঞতা প্রিয়াঙ্কা চোপড়ার আগেই হয়েছে। তবে শুধু গান গেয়েই তিনি থেমে থাকেননি। এবার যাত্রা শুরু করেছেন টিভি সিরিয়ালে। হিন্দি নয় ইংরেজি টিভি সিরিয়ালে। গতকাল ২৭ সেপ্টেম্বর থেকে এবিসি টিভিতে শুরু হয় প্রিয়াঙ্কার এই টিভি সিরিয়াল, নাম- কোয়ানটিকো।
ধারাবাহিকে একজন এফবি আই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এফবি আইয়ের কোয়ানটিকো ঘাঁটিতে এফবি আই এজেন্টদের প্রশিক্ষণের গল্প নিয়ে এগিয়েছে সিরিয়ালটি। এই দলেরই একজন ৯/১১-এর টুইন টাওয়ার হামলার পরিকল্পনার সঙ্গে জড়িয়ে পড়েন। এভাবেই টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যাবে সিরিয়ালটি।
এবিসি টেলিভিশনের ওয়েবসাইটে সিরিয়ালটির কিছু তথ্য জানানো হয়েছে। আগ্রহী পাঠকরা পড়ে দেখতে পারেন।
১. কোয়ানটিকোতে বেশ কয়েকটি চরিত্র থাকলেও গল্প এগিয়েছে প্রিয়াঙ্কার চরিত্রকে কেন্দ্র করে। আর তাই সব রকম প্রচারণা এমনকি সিরিয়ালের পোস্টারও করা হয়েছে প্রিয়াঙ্কার ছবি দিয়ে। সিরিয়ালে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এলেক্স পারিশ।
২. এই সিরিজের মাধ্যমে মার্কিন টেলিভিশনে যাত্রা শুরু হলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।
৩. এফবি আই এজেন্টের চরিত্র করার আগে সত্যিকারের এফবি আই এজেন্টদের সঙ্গে সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা কথা বলেছেন, তাদের ওপর গবেষণা করেছেন এবং তাদের হাঁটাচলার ভঙ্গি রপ্ত করেছেন।
৪. এবিসির জনপ্রিয় সিরিয়াল লস্ট-এর কাহিনীর গঠন দেখে অনুপ্রাণিত হয়ে কোয়ানটিকোর গল্প সাজান চিত্রনাট্যকাররা।
৫. এই সিরিয়ালে এফবি আই এজেন্টের মধ্যে যিনি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন, তার পরিচয় ফাঁস হবে প্রথম সিজনের শেষ পর্বে।
৬. তবে কোন চরিত্রটিকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সেটা প্রিয়াঙ্কা জানেন না। চিত্রনাট্যকাররাও নাকি ধাঁধায় রয়েছেন কোন চরিত্রটিকে চমক হিসেবে দেখানো হবে।
৭. সিরিয়ালটির নির্বাহী প্রযোজক হোস সাফরান দর্শকদের খুব মনোযোগ দিয়ে সবগুলো পর্ব দেখতে বলেছেন। কারণ সব পর্বেই নাকি দর্শকদের ভুল পথে পরিচালিত করার মতো গল্প রয়েছে।

অন্যরকম