Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
74কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’ সিনেমাটির নায়ক চূড়ান্ত হয়েছে আরও আগে। এবার পাওয়া গেল নায়িকা। চার বছর পর দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রীকে।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে শুভশ্রী বলেন, “এখানে যে ছবির অফার পাচ্ছিলাম সেগুলোর স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিলো না। ‘জামাই ৪২০’ অফার করা হয়েছিল। রানা সরকারের ‘চলচ্চিত্র সার্কাস’ও অফার করা হয়েছিল। আর যদি কামব্যাক করতেই হতো, তা হলে এমন একটা ছবির দরকার ছিল যা নিয়ে ধামাকা হবে চারিদিকে। কৌশিকদার ‘ধূমকেতু’ সেই ছবিটা।”
এদিকে দেব বলছেন, “শুধু এটুকু বলবো কেউ যদি আমাকে প্রথম শুভশ্রীর সঙ্গে কাজ করতে বলে সেটা রুক্মিণী। ও আমাকে এটাও বলেছে আমরা যেন বাচ্চাদের মতো ঝগড়া না করে, মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে আবার একসঙ্গে ছবি করি। ও এটাও মনে করে, উই লুক ব্রিলিয়ান্ট অন স্ক্রিন। সুতরাং কাস্টিং নিয়ে রুক্মিণীর সঙ্গে কোনও টেনশন নেই।”
নির্মাতা কৌশিক বলছেন, “দর্শকদের আশ্বস্ত করতে চাই এটা বলে যে, দেব-শুভশ্রী থাকলেও এই ছবিতে তারা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির মননটাই দেখতে পাবেন। পাশাপাশি দেব-শুভশ্রীর দর্শকও নতুন করে চিনবেন ওদের।”
শোনা যায় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে টানা ছয় সিনেমায় কাজ করা দেব-শুভশ্রী। তবে ২০১৩ সালের সিনেমা ‘খোকা ৪২০’-এর পর আর একসঙ্গে কাজ করেননি তারা।