খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
বাহুবালিপর এবার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হলো তামিল সিনেমা ‘পুলি’। তবে বড় বাজেটের এই সিনেমার অন্যতম আকর্ষণ হলেন শ্রীদেবী। কারণ তিন দশক পর তামিল সিনেমায় ফিরেছেন এই দক্ষিণী নায়িকা।
ফ্যান্টাসি ড্রামা ধাঁচের এই সিনেমাতে এক রানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীদেবী। কিন্তু বর্ষীয়ান এই অভিনেত্রী জানালেন, তার চরিত্রটি কোনো সাধারণ রানীর মতো নয়।
“বেশ কয়েকটি ধাপে এই চরিত্রটি পরিণতির দিকে এগিয়ে যাবে। আমি সাধারণ কোনো রানীর চরিত্রে অভিনয় করছি না, যেমনটা সচরাচর রূপকথার গল্পে দেখা যায়।
‘পুলি’তে নিজের চরিত্রের ব্যাপারে শ্রীদেবী আরও বলেন, “এরকম চরিত্রে কাজ করার সুযোগ জীবনে একবারই আসে। তাই তেমন চিন্তাভাবনা না করেই আমি রাজি হয়ে যাই। আমার পুরো ক্যারিয়ারে আমি যত ধরনের কাজ করেছি, তার মধ্যে এটির গুরুত্ব অন্যরকম।
‘পুলি’র মাধ্যমে ৩০ বছর পর তামিল সিনেমায় ফিরছেন শ্রীদেবী। এর আগে ১৯৮৬ সালে সবশেষ ‘নান আদিমাই ইল্লাই’তে অভিনয় করেছিলেন তিনি। শ্রীদেবীকে সবশেষ দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’-এ। এ সিনেমার মাধ্যমে ১৫ বছরের বিরতির পর রূপালী পর্দায় ফেরেন শ্রীদেবী।
‘পুলি’ পরিচালনা করেছেন চিম্বু দেভান। বলা হচ্ছে, ‘বাহুবালি’র সব রেকর্ড ভাঙবে ‘পুলি’। সিনেমাটি ১ অক্টোবর তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে।