খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলের ছেলে হেমন্ত ভোঁসলে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৬শে সেপ্টেম্বর স্কটল্যান্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মায়ের কাছে সন্তানের মৃৃত্যুর খবর তখনই দেওয়া হয়নি। কারণ সিঙ্গাপুরে একটি কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন আশা। গত তিন বছরে এ নিয়ে দ্বিতীয়বার স্বজন হারালেন গুণী এই শিল্পী।
২০১২ সালের ৮ই অক্টোবর আশা ভোঁসলের কন্যা বর্ষা আত্মহত্যা করেন। সে সময়ও তিনি সিঙ্গাপুরে একটি কনসার্টে ছিলেন। মায়ের মতোই সংগীত চর্চা করেছিলেন হেমন্ত। তিনি অনিল শর্মার ‘শ্রদ্ধাঞ্জলি’, ইসমাঈল শ্রফের ‘আগার’ ও ‘ট্যাক্সি ট্যাক্সি’র মতো কয়েকটি ছবির সংগীত পরিচালনা করেন।